হারুন-অর-রশীদ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তির দিনে সারা দেশে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮মার্চ) বেলা ১২টায় জেলা শহরের আলিপুরের লাভলু সড়ক হতে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গ্ররুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আওয়ামীলীগ নেতাকর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শাসছুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামিম হক, পৌর মেয়র অমিতাব বোস, সাবেক ছাত্রনেতা জিয়াউল হাসান মিঠু, পৌর কাউন্সিলর গোলাম মো: নাসির, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধূরী রিয়ান, যুবনেতা কাউসার আকন্দসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।