মাসুদ আলম: [২] পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন রাতে অজ্ঞাত ৫শ থেকে ৬শ জনকে আসামি করা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগ আনা হয়েছে।
[৩] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে প্রায় দেড়শ জন আহত হন। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে ১০ জন সাংবাদিকও আহত হন।