শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত বছর ইউরোপে যেতে ২ হাজার ২৭৬ শরণার্থী সাগরে ডুবে মারা গেছে: জাতিসংঘ

তাহমীদ রহমান: [২] জাতিসংঘের অভিবাসন সংস্থা শুক্রবার এক প্রতিবেদন বলে, গত বছর শুধুমাত্র ইউরোপে পৌঁছানোর পথে সাগরে ডুবে মারা গেছে এসব মানুষ। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে যে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। নিউ আরব

[৩] ইউএন একটি প্রতিবেদনে বলছে, উদ্বেগের বিষয় হচ্ছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের সামুদ্রিক পথ, যা করোনা মহামারীর কারণে এবং পরবর্তী ভ্রমণ নিষেধ সত্ত্বেও ২০২০ সালে পারাপার এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি পায়। গত বছর মরক্কো উপকূলে অবস্থিত দ্বীপগুলিতে পৌঁছানোর চেষ্টা করে প্রায় ৮৫০ জন মারা যায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

[৪] আইওএম বলেছে, তারা প্রমাণ পেয়েছে যে মাছ ধরা বা কৃষিক্ষেত্রে অনেক শ্রমিককে অর্থনৈতিক সুযোগ সুবিধার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

[৫] প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সালে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ৮৬ হাজার ৪৪৮ জনের মধ্যে ৩ শতাংশ ডুবে মারা গেছে। এবং ৫২ হাজার ৩৭ জনকে সমুদ্রে রওনার সময় কর্তৃপক্ষ বাধা দিয়েছে।

[৬] শুক্রবার স্থানীয় উপকূলরক্ষী জানায়, ভোরে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের কাছ থেকে একটি অভিবাসী নৌকা ডুবে গেলে দুই নারী ও একজন পুরুষ মারা যায়। স্প্যানিশ উদ্ধারকারীরা ৪১ জনকে বাঁচাতে সক্ষম হয়েছে।

[৭] ২০১৪ সাল থেকে স্থল ও সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টায় মৃতের সংখ্যা ২২ হাজারের বেশি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়