তাহমীদ রহমান: [২] জাতিসংঘের অভিবাসন সংস্থা শুক্রবার এক প্রতিবেদন বলে, গত বছর শুধুমাত্র ইউরোপে পৌঁছানোর পথে সাগরে ডুবে মারা গেছে এসব মানুষ। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে যে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। নিউ আরব
[৩] ইউএন একটি প্রতিবেদনে বলছে, উদ্বেগের বিষয় হচ্ছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের সামুদ্রিক পথ, যা করোনা মহামারীর কারণে এবং পরবর্তী ভ্রমণ নিষেধ সত্ত্বেও ২০২০ সালে পারাপার এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি পায়। গত বছর মরক্কো উপকূলে অবস্থিত দ্বীপগুলিতে পৌঁছানোর চেষ্টা করে প্রায় ৮৫০ জন মারা যায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
[৪] আইওএম বলেছে, তারা প্রমাণ পেয়েছে যে মাছ ধরা বা কৃষিক্ষেত্রে অনেক শ্রমিককে অর্থনৈতিক সুযোগ সুবিধার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
[৫] প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সালে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ৮৬ হাজার ৪৪৮ জনের মধ্যে ৩ শতাংশ ডুবে মারা গেছে। এবং ৫২ হাজার ৩৭ জনকে সমুদ্রে রওনার সময় কর্তৃপক্ষ বাধা দিয়েছে।
[৬] শুক্রবার স্থানীয় উপকূলরক্ষী জানায়, ভোরে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের কাছ থেকে একটি অভিবাসী নৌকা ডুবে গেলে দুই নারী ও একজন পুরুষ মারা যায়। স্প্যানিশ উদ্ধারকারীরা ৪১ জনকে বাঁচাতে সক্ষম হয়েছে।
[৭] ২০১৪ সাল থেকে স্থল ও সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টায় মৃতের সংখ্যা ২২ হাজারের বেশি। সম্পাদনা : রাশিদ