শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে ১৯

ডেস্ক রিপোর্ট : উত্তর আফ্রিকার দেশ মিসরের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে হতাহতের সংখ্যা সংশোধন করা হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে নিহতের সংখ্যা ৩২ জন বলে জানানো হলেও শনিবার (২৭ মার্চ) সেটা সংশোধন করে ১৯ জন বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমানো হলেও বেড়েছে আহত মানুষের সংখ্যা। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ভাবে ৮৪ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হলেও শনিবার এই সংখ্যা ১৮৫ বলে জানানো হয়। রাজধানী কায়রো থেকে তিনশ কিলোমিটারের বেশি দূরের নীল নদের পার্শ্ববর্তী শহর তাহতায় দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মিসর কর্তৃপক্ষ।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী হালা জায়েদ শনিবার সাংবাদিকদের বলেন, শুক্রবারের এই দুর্ঘটনায় ৩২ জন নিহতের কথা জানানো হলেও শনিবার সেটা সংশোধন করা হয়েছে। তবে আহত মানুষের সংখ্যা বেড়েছে।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, একই পথে একই দিক থেকে আসা একটি ট্রেনের জরুরি ব্রেক অজ্ঞাত ব্যক্তিরা টেনে ধরায় পেছনের অন্য একটি ট্রেন সেটিতে সজোরে আঘাত হানে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দু’টি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দু’টি ট্রেনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রেল দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়