শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে ১৯

ডেস্ক রিপোর্ট : উত্তর আফ্রিকার দেশ মিসরের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে হতাহতের সংখ্যা সংশোধন করা হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে নিহতের সংখ্যা ৩২ জন বলে জানানো হলেও শনিবার (২৭ মার্চ) সেটা সংশোধন করে ১৯ জন বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমানো হলেও বেড়েছে আহত মানুষের সংখ্যা। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ভাবে ৮৪ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হলেও শনিবার এই সংখ্যা ১৮৫ বলে জানানো হয়। রাজধানী কায়রো থেকে তিনশ কিলোমিটারের বেশি দূরের নীল নদের পার্শ্ববর্তী শহর তাহতায় দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মিসর কর্তৃপক্ষ।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী হালা জায়েদ শনিবার সাংবাদিকদের বলেন, শুক্রবারের এই দুর্ঘটনায় ৩২ জন নিহতের কথা জানানো হলেও শনিবার সেটা সংশোধন করা হয়েছে। তবে আহত মানুষের সংখ্যা বেড়েছে।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, একই পথে একই দিক থেকে আসা একটি ট্রেনের জরুরি ব্রেক অজ্ঞাত ব্যক্তিরা টেনে ধরায় পেছনের অন্য একটি ট্রেন সেটিতে সজোরে আঘাত হানে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দু’টি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দু’টি ট্রেনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রেল দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়