শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে ১৯

ডেস্ক রিপোর্ট : উত্তর আফ্রিকার দেশ মিসরের দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে হতাহতের সংখ্যা সংশোধন করা হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে নিহতের সংখ্যা ৩২ জন বলে জানানো হলেও শনিবার (২৭ মার্চ) সেটা সংশোধন করে ১৯ জন বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমানো হলেও বেড়েছে আহত মানুষের সংখ্যা। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ভাবে ৮৪ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হলেও শনিবার এই সংখ্যা ১৮৫ বলে জানানো হয়। রাজধানী কায়রো থেকে তিনশ কিলোমিটারের বেশি দূরের নীল নদের পার্শ্ববর্তী শহর তাহতায় দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মিসর কর্তৃপক্ষ।

মিসরের স্বাস্থ্যমন্ত্রী হালা জায়েদ শনিবার সাংবাদিকদের বলেন, শুক্রবারের এই দুর্ঘটনায় ৩২ জন নিহতের কথা জানানো হলেও শনিবার সেটা সংশোধন করা হয়েছে। তবে আহত মানুষের সংখ্যা বেড়েছে।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, একই পথে একই দিক থেকে আসা একটি ট্রেনের জরুরি ব্রেক অজ্ঞাত ব্যক্তিরা টেনে ধরায় পেছনের অন্য একটি ট্রেন সেটিতে সজোরে আঘাত হানে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দু’টি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দু’টি ট্রেনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রেল দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়