শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দোলযাত্রা, রঙের খেলায় মেতে ওঠার দিন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : আজ রোববার দোলযাত্রা। রাধা-কৃষ্ণের স্মরণে এ দোল উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা রঙের খেলায় মেতে ওঠবেন। পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি।

সাধারণত সারাদেশে দোলযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্তিমূলক গান গেয়ে উদযাপন করেন। একে অপরকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে প্রকাশ করেন আনন্দ । তবে করোনা কারণে এবার এসব অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপন করা হবে।

দোলযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বাংলাদেশে ‘দোলযাত্রা’ নামে পরিচিত। আর ভারত, নেপালসহ বিভিন্ন স্থানে এটি ‘দোল উৎসব’ ও ‘হোলি’ নামেও পরিচিত। আবার কোথাও কোথাও এ উৎসবকে অনেকে বসন্ত উৎসবও বলে আখ্যায়িত করেন।

বাসুদেব বলেন, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির বা বিভিন্ন রঙ দিয়ে খেলেছিলেন। এখান থেকেই দোল খেলার উৎপত্তি। সারাদেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। তবে করোনার কারণে এবার সীমিত আকারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই অনুষ্ঠানে অংশ নেবেন।
সূত্র- ঢাকা পোস্ট ও ইউটিউব

  • সর্বশেষ
  • জনপ্রিয়