শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দোলযাত্রা, রঙের খেলায় মেতে ওঠার দিন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : আজ রোববার দোলযাত্রা। রাধা-কৃষ্ণের স্মরণে এ দোল উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা রঙের খেলায় মেতে ওঠবেন। পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি।

সাধারণত সারাদেশে দোলযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্তিমূলক গান গেয়ে উদযাপন করেন। একে অপরকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে প্রকাশ করেন আনন্দ । তবে করোনা কারণে এবার এসব অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপন করা হবে।

দোলযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বাংলাদেশে ‘দোলযাত্রা’ নামে পরিচিত। আর ভারত, নেপালসহ বিভিন্ন স্থানে এটি ‘দোল উৎসব’ ও ‘হোলি’ নামেও পরিচিত। আবার কোথাও কোথাও এ উৎসবকে অনেকে বসন্ত উৎসবও বলে আখ্যায়িত করেন।

বাসুদেব বলেন, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির বা বিভিন্ন রঙ দিয়ে খেলেছিলেন। এখান থেকেই দোল খেলার উৎপত্তি। সারাদেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। তবে করোনার কারণে এবার সীমিত আকারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই অনুষ্ঠানে অংশ নেবেন।
সূত্র- ঢাকা পোস্ট ও ইউটিউব

  • সর্বশেষ
  • জনপ্রিয়