শিরোনাম
◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দোলযাত্রা, রঙের খেলায় মেতে ওঠার দিন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : আজ রোববার দোলযাত্রা। রাধা-কৃষ্ণের স্মরণে এ দোল উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা রঙের খেলায় মেতে ওঠবেন। পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে দিনটি।

সাধারণত সারাদেশে দোলযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্তিমূলক গান গেয়ে উদযাপন করেন। একে অপরকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে প্রকাশ করেন আনন্দ । তবে করোনা কারণে এবার এসব অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপন করা হবে।

দোলযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বাংলাদেশে ‘দোলযাত্রা’ নামে পরিচিত। আর ভারত, নেপালসহ বিভিন্ন স্থানে এটি ‘দোল উৎসব’ ও ‘হোলি’ নামেও পরিচিত। আবার কোথাও কোথাও এ উৎসবকে অনেকে বসন্ত উৎসবও বলে আখ্যায়িত করেন।

বাসুদেব বলেন, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির বা বিভিন্ন রঙ দিয়ে খেলেছিলেন। এখান থেকেই দোল খেলার উৎপত্তি। সারাদেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। তবে করোনার কারণে এবার সীমিত আকারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই অনুষ্ঠানে অংশ নেবেন।
সূত্র- ঢাকা পোস্ট ও ইউটিউব

  • সর্বশেষ
  • জনপ্রিয়