শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে ক্ষমতাসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বেতমোর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহত সূত্রে জানা গেছে, সকালে ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের (টেলিফোন) নেতৃত্বে শতাধিক কর্মী ও সমর্থকরা বেতমোর বাজারের দিকে আসছিলেন। এ সময় আ’লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামের সমর্থক শাহীন পাত্তর (২২), মাসুম হাওলাদার (৫৫), সোহাগ শরীফ (২৫), ওলি (২৮), আদম আলী হাওলাদার (৫৫), আনোয়ার তালুকদার (৪৮), হোসেন বিশ্বাস (২১) সহ ৭জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহত ৮ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আদম আলী হাওলাদার, ওলি, মাসুম হাওলাদার ও শাহিন পাত্তরের অবস্থার অবনতি ঘটলে দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।

[৪] এব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলেয়ার হোসেন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের বেতমোর বাজারে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পড়ে শতাধিক ভাড়া করা লোক নিয়ে মহড়া দেয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে দাবী করেছেন। তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর মহড়ার সময় এলাকাবাসী প্রতিরোধ করলে হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।

[৫] মঠবাড়িয় থানার ওসি মাসুদ্দুজ্জামান মিলু জানান, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়