শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে ক্ষমতাসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বেতমোর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহত সূত্রে জানা গেছে, সকালে ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের (টেলিফোন) নেতৃত্বে শতাধিক কর্মী ও সমর্থকরা বেতমোর বাজারের দিকে আসছিলেন। এ সময় আ’লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামের সমর্থক শাহীন পাত্তর (২২), মাসুম হাওলাদার (৫৫), সোহাগ শরীফ (২৫), ওলি (২৮), আদম আলী হাওলাদার (৫৫), আনোয়ার তালুকদার (৪৮), হোসেন বিশ্বাস (২১) সহ ৭জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহত ৮ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আদম আলী হাওলাদার, ওলি, মাসুম হাওলাদার ও শাহিন পাত্তরের অবস্থার অবনতি ঘটলে দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।

[৪] এব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলেয়ার হোসেন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের বেতমোর বাজারে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পড়ে শতাধিক ভাড়া করা লোক নিয়ে মহড়া দেয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে দাবী করেছেন। তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর মহড়ার সময় এলাকাবাসী প্রতিরোধ করলে হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।

[৫] মঠবাড়িয় থানার ওসি মাসুদ্দুজ্জামান মিলু জানান, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়