মহসীন কবির:[২] শনিবার বেলা সোয়া ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[৩] এর আগে নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে সাক্ষর করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন।
[৪] বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি গাছের চারা রোপণ করে ও শেখ হাসিনার সঙ্গে একান্ত কথা বলেন। এর আগে সাতক্ষীরা সফর শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।