শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধন্যবাদ মাশরাফীকে, সামান্য কিছু টাকা দিয়ে অপমান করার অধিকার বিসিবিকে দেয়া হয় নাই, বললেন ত্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক : ব্রেন টিউমারে দীর্ঘদিন ধরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তার চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘ সময় ধরে খেলছেন না ক্রিকেট। অথচ তাদের আয়ের একমাত্র মাধ্যমই ক্রিকেট।

রুবেলের অসুস্থ হবার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সামান্য অর্থ অনুদান দেয়া হলেও গণমাধ্যমে বিসিবি কর্তারা বিরক্তি প্রকাশ করেছেন সে সময়।

এসব নিয়ে কোনো ক্রিকেটার কথা বলেননি কখনও তবে সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, যারা এসব বলেন তাদের কী অবদান দেশের ক্রিকেটে? ‘আমাদের মোশাররফ হোসেন রুবেল, ওর ব্রেন টিউমার। ওরে কে টাকা দেবে। এগুলো বলা হয়েছে না? রুবেলেরটা আমি মানতে পারিনি। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারে উদ্দেশ্য করে বলতেছে, একেক জন অসুস্থ হবে। ৫ লাখ ৭ লাখ করে টাকা দিতে হবে। যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি?’

মাশরাফীর এমন কথায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ রুবেল। ফেসবুকে এক পোস্টে লিখেন, কঠিন সময়ে অভিভাবকতূল্য বিসিবিকে পাশে না পাবার হতাশা। ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এর স্ট্যাস্টাসটি হুবহু আমাদের সময় পাঠকদের জন্য তুলে ধরা হল:-

ধন্যবাদ মাশরাফি বিন মোর্তুজাকে, বিষয়টাকে সামনে আনার জন্য। আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা দিলাম ক্রিকেটের পেছনে। হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনটা লন্ডভন্ড হয়ে যায়। কঠিন এই সময়ে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে আশা করেছিলাম। চিকিৎসা ব্যয় যেখানে দেড় থেকে দুই কোটি টাকা, সেখানে ৫/১০ লাখ টাকা দিয়ে অপমান করার অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। আশা করি ভবিষ্যতে ক্রিকেটারদের বিপদে পাশে না থাকতে পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়