শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধন্যবাদ মাশরাফীকে, সামান্য কিছু টাকা দিয়ে অপমান করার অধিকার বিসিবিকে দেয়া হয় নাই, বললেন ত্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক : ব্রেন টিউমারে দীর্ঘদিন ধরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তার চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘ সময় ধরে খেলছেন না ক্রিকেট। অথচ তাদের আয়ের একমাত্র মাধ্যমই ক্রিকেট।

রুবেলের অসুস্থ হবার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সামান্য অর্থ অনুদান দেয়া হলেও গণমাধ্যমে বিসিবি কর্তারা বিরক্তি প্রকাশ করেছেন সে সময়।

এসব নিয়ে কোনো ক্রিকেটার কথা বলেননি কখনও তবে সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, যারা এসব বলেন তাদের কী অবদান দেশের ক্রিকেটে? ‘আমাদের মোশাররফ হোসেন রুবেল, ওর ব্রেন টিউমার। ওরে কে টাকা দেবে। এগুলো বলা হয়েছে না? রুবেলেরটা আমি মানতে পারিনি। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারে উদ্দেশ্য করে বলতেছে, একেক জন অসুস্থ হবে। ৫ লাখ ৭ লাখ করে টাকা দিতে হবে। যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি?’

মাশরাফীর এমন কথায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ রুবেল। ফেসবুকে এক পোস্টে লিখেন, কঠিন সময়ে অভিভাবকতূল্য বিসিবিকে পাশে না পাবার হতাশা। ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এর স্ট্যাস্টাসটি হুবহু আমাদের সময় পাঠকদের জন্য তুলে ধরা হল:-

ধন্যবাদ মাশরাফি বিন মোর্তুজাকে, বিষয়টাকে সামনে আনার জন্য। আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা দিলাম ক্রিকেটের পেছনে। হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনটা লন্ডভন্ড হয়ে যায়। কঠিন এই সময়ে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে আশা করেছিলাম। চিকিৎসা ব্যয় যেখানে দেড় থেকে দুই কোটি টাকা, সেখানে ৫/১০ লাখ টাকা দিয়ে অপমান করার অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। আশা করি ভবিষ্যতে ক্রিকেটারদের বিপদে পাশে না থাকতে পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়