শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ায় ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তিন সন্তানের জননীর কাণ্ড!

ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে ১২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছেন।

খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক শিমুলের (৩০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এর আগে, বুধবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুজিপুকুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা।

এ ঘটনায় প্রেমিক শিমুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। শিমুল উপজেলার কুজিপুকুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে তিন সন্তানের জননী কথিত ওই প্রেমিকার সঙ্গে প্রতিবেশী শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শিমুল বিয়ের আশ্বাস দিয়ে ওই প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে বিয়ের দাবিতে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেয়। সেখানে শিমুলের পরিবার তাকে মেনে না নিলে বিকেলের দিকে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি অবগত হয়ে পুলিশ ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী ওই নারী ইচ্ছে করলে তার অন্য আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়