শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ায় ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তিন সন্তানের জননীর কাণ্ড!

ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে ১২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছেন।

খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক শিমুলের (৩০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এর আগে, বুধবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুজিপুকুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা।

এ ঘটনায় প্রেমিক শিমুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। শিমুল উপজেলার কুজিপুকুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে তিন সন্তানের জননী কথিত ওই প্রেমিকার সঙ্গে প্রতিবেশী শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শিমুল বিয়ের আশ্বাস দিয়ে ওই প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে বিয়ের দাবিতে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেয়। সেখানে শিমুলের পরিবার তাকে মেনে না নিলে বিকেলের দিকে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি অবগত হয়ে পুলিশ ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী ওই নারী ইচ্ছে করলে তার অন্য আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়