তৌহিদুর রহমান: [২] জেলার বিজয়নগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পৃথক অভিযানে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
[৩] বৃহস্পতিবার বিকালে অভিযানে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা চেংঙ্গা পাড়া ও বুল্লা গ্রাম ৩ টি ড্রেজার মেশিন বিকল করে দেয়া হয়।
[৪] এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে বুল্লা গ্রামের মো: জব্বার মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. ইয়াসির আরাফাত।
[৫] অপর অভিযানে পৃথক উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ড্রেজার মেশিন বিকল করাসহ আলী আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুর রহমান। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত। সম্পাদনা: জেরিন আহমেদ