শরীফ শাওন: [২] প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাষ্ট থেকে বিশেষ কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপযোগি শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে এই হিসেব নম্বর খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
[৩] মঙ্গলবার ট্রাষ্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেন ফরম চূড়ান্ত করে ২৩ এপ্রিলের মধ্যে কর্মসূচির তালিকাভুক্ত করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তালিকাভুক্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই শেষে ২৭ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা পর্যন্ত বিনাশর্তে ধারাবাহিকভাবে উপবৃত্তির টাকা পাবে। এছাড়াও একাদশ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত এ সুবিধা ভোগ করবে।
[৫] দারিদ্র নিরুপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করেই আবেদনপত্রে আবেদন পূরণ করতে হবে। প্রশ্নের গুরুত্ব অনুযায়ী প্রাপ্ত মোট নম্বরের মাধ্যমে উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচিত হবে।