শাহানুজ্জামান টিটু: [৩] বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমন্ত্রণ জানানো হয়নি বরং সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রতিবছর দলের কেন্দ্রীয় সিনিয়র নেতারা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সকালে সাভারে যান। কিন্তু এবার না যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। অনুমতির ব্যাপারে তারা উপরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
[৪] তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সরকারে বিদেশীদের নিয়ে পালন করছে। এখানে জনগণের কোনো সম্পৃক্ততা রাখা হয়নি। এই অনুষ্ঠান উদযাপনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি।
[৫] স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন। বেলা সাড়ে ১১টায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন। বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
[৬] দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিটে স্ব স্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্মৃতিসৌধে সিনিয়র নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করবেন। জেলা ও মহানগর নেতৃবৃন্দ বেলা ৩-০০টায় কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত থাকবেন।