শিরোনাম
◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিএনপি

শাহানুজ্জামান টিটু: [৩] বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমন্ত্রণ জানানো হয়নি বরং সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রতিবছর দলের কেন্দ্রীয় সিনিয়র নেতারা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সকালে সাভারে যান। কিন্তু এবার না যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। অনুমতির ব্যাপারে তারা উপরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

[৪] তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সরকারে বিদেশীদের নিয়ে পালন করছে। এখানে জনগণের কোনো সম্পৃক্ততা রাখা হয়নি। এই অনুষ্ঠান উদযাপনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি।

[৫] স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন। বেলা সাড়ে ১১টায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন। বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

[৬] দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিটে স্ব স্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্মৃতিসৌধে সিনিয়র নেতৃবৃন্দ স্বাস্থ্য বিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করবেন। জেলা ও মহানগর নেতৃবৃন্দ বেলা ৩-০০টায় কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত থাকবেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়