শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালকে ৮ উইকেটে হারালো ঢাকা মেট্রো, ম্যাচসেরা শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: [২] ৮ উইকেটের বড় জয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ এ যাত্রা শুরু করলো ঢাকা মেট্রোপলিটন। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দলকে হারিয়েছে তারা। বৃহস্পতিবার ২৫ মার্চ চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগেই ঢাকা মেট্রোর জয় নিশ্চিত হয়।

[৩] হাতে ৩ উইকেট রেখে ১৭৭ রানে শেষ দিনের খেলা শুরু করে বরিশাল। তাদের দ্বিতীয় ইনিংসে লিড ছিল মাত্র ৫ রানের। স্কোরবোর্ডে দিনের প্রথম ঘণ্টায় ৩১ রান যোগ করতেই শেষ তিন ব্যাটসম্যান সাজঘরে। মনির হোসেন ১৮, ফজলে মাহমুদ ৬ ও তানবীর ইসলাম ৪ রানে আউট হন। কামরুল ইসলাম রাব্বী ১৪ রানে অপরাজিত থাকেন।

[৪] বল হাতে ঢাকা মেট্রোর হয়ে বাঁহাতি পেসার আবু হায়দার রনি নেন ৩ উইকেট। শহিদুল ইসলাম ও আরফাত সানীর পকেটে যায় দুটি করে উইকেট।

[৫] মাত্র ৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারায় ঢাকা মেট্রো। দলীয় ৩০ রানে আনিসুল ইসলাম ইমন (১০) আউট হন। তিনে নামা শামসুর রহমান আউট ৪ রানে। দুটি উইকেটই নেন স্পিনার তানবীর। জাহিদুজ্জামান ১৫ ও মার্শাল আইয়ুব ১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

[৬] এর আগে প্রথম ইনিংসে ১৭২ রানের লিড নেয় ঢাকা মেট্রো। বরিশাল বিভাগের করা ২৪১ রানের জবাবে ঢাকা মেট্রো ৪১৩ রান করে। দলের অধিনায়ক মার্শালের ১১২ রানের ইনিংস বাদেও সেঞ্চুরি পেয়েছেন শহিদুল (১০৬)। দুই ইনিংস মিলিয়ে বল হাতে তার শিকার ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়