রাজু চৌধুরী : [২] বৃহস্পতিবার ২৫ মার্চ গোপনে সংবাদের ভিত্তিতে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়।
[৩] এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১ জন পুরুষ ও ১জন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে মো.সরওয়ার কামাল প্রকাশ কালু (২২) ও মোছাম্মৎ রশিদা বেগম(৫৯), কে আটক করে।
[৪] তারা দুইজনেই কক্সবাজার সদর থানার ঝিলংজা ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। এই সময় তাদের দুজনের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা জব্দ করে।
[৫] এএসআই জয়নুল আবেদীন জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, জব্দকৃত গাঁজা গুলো চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা হইতে পলাতক আসামি রোজিনা বেগম (৩৮) এর নিকট থেকে সংগ্রহ করে কক্সবাজারে নেওয়ার জন্য অবস্থান করছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়।