শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্টুপিড’ নিয়ে পরিচালক সায়মন তারিক

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়ার একশ’ ছবি নির্মাণের ঘোষণাকে সহজভাবে নিতে পারেননি নায়ক শাকিব খান। তিনি এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেছেন ‘স্টুপিড’। কিন্তু চলচ্চিত্রশিল্প শাকিব খানের এ কথাকে সহজভাবে গ্রহণ করেনি। বেশির ভাগ কলা-কুশলীই শাকিব খানের দিকে শ্যেনদৃষ্টি দিয়েছেন। কেউ কেউ পরোক্ষে স্টুপিড কথাটিকে শাকিবের দিকেই ছুঁড়ে দিয়েছেন। আলোচিত এবং সমালোচিত এই শব্দটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেই পরিচালক সায়মন তারিক ‘স্টুপিড’ নামে একটি ছবি ঘোষণা দিয়েছেন। তারও অনেকদিন পর তিনি ফেসবুকে স্টুপিড কথাটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্টুপিড’ শব্দটির মানে আজ প্রথম পজিটিভ মনে হলো আমার কাছে। অনেক বছর থেকে এফডিসি যাতায়াত করছি। এখন দেখা যায় ফাকা ময়দান, যেখানে রয়েছে কাজের ক্ষুধা। ইলিয়াস কাঞ্চন সাহেব এর একটা কথা মনে পড়ে গেল, ‘আমরা তো ১৩০০ সিনেমা হল রেখে গেছি, আপনিতো একটা হল ও বাড়াতে পারলেন না’। ঐ সময় টায় শিল্পী-কুশলীরা কাজে ছিলেন, যা হয়তো নিজে চোখে দেখিনি। কিন্তু ঈদের সময় টায় দেখতাম একসঙ্গে ১০টা সিনেমা রিলিজ হতে। আজকে এত বছর পর ১০০ সিনেমার কাজ, এটা কি হাসির মনে হলো?

তিনি আরো লিখেছেন, সেই আগের মতো উচ্ছ¡াস আনন্দে কাজে আছেন সবাই, একটু ভাবুনতো, এখান থেকে কি ২০ জন পরিচালকও বের হবেনা? কম করে হলেও এখানে ২০/৩০ জন নতুন-পুরনো মিলিয়ে মেইন কাস্ট কাজ করছে তাদের মাঝে ৪/৫ জন শিল্পীও কি বের হবে না? সহ-শিল্পীও কি বের হবেনা? তাতে করে কার উপকার হবে? এত গুলি মানুষকে কাজ করার সুযোগকে আপনি আর যাই বলেন ওখান থেকে কেউ না শুধু অনেকেই বের হবে ইনশাল্লাহ।

এই উদ্যোগের সঙ্গে পরিচালক সমিতির নির্বাচনকে সংশ্লিষ্ট করে তিনি লিখেছেন, ইলেকশনে পাস করলে কেউ ১০ কোটি টাকা পাবেনা, সরকার এই পাসের কারণে আজীবন ভিআইপি করে দিবেনা, ব্যক্তিগত বিরাট কিছু হয়েও যাবেনা, শুনেছি ভোট পেতে নাকি কনভেনস দিলেই, ভালো বিহেভ অথবা ভালো সম্পর্ক থাকলেও হয়। তাই বলে ১০০ জনকে একটা করে সিনেমা দিতে হবে? তাও লটারী করে যেন কেউ মনে না করে এখানে কোনো দুই নাম্বারি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়