শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্টুপিড’ নিয়ে পরিচালক সায়মন তারিক

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়ার একশ’ ছবি নির্মাণের ঘোষণাকে সহজভাবে নিতে পারেননি নায়ক শাকিব খান। তিনি এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেছেন ‘স্টুপিড’। কিন্তু চলচ্চিত্রশিল্প শাকিব খানের এ কথাকে সহজভাবে গ্রহণ করেনি। বেশির ভাগ কলা-কুশলীই শাকিব খানের দিকে শ্যেনদৃষ্টি দিয়েছেন। কেউ কেউ পরোক্ষে স্টুপিড কথাটিকে শাকিবের দিকেই ছুঁড়ে দিয়েছেন। আলোচিত এবং সমালোচিত এই শব্দটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেই পরিচালক সায়মন তারিক ‘স্টুপিড’ নামে একটি ছবি ঘোষণা দিয়েছেন। তারও অনেকদিন পর তিনি ফেসবুকে স্টুপিড কথাটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্টুপিড’ শব্দটির মানে আজ প্রথম পজিটিভ মনে হলো আমার কাছে। অনেক বছর থেকে এফডিসি যাতায়াত করছি। এখন দেখা যায় ফাকা ময়দান, যেখানে রয়েছে কাজের ক্ষুধা। ইলিয়াস কাঞ্চন সাহেব এর একটা কথা মনে পড়ে গেল, ‘আমরা তো ১৩০০ সিনেমা হল রেখে গেছি, আপনিতো একটা হল ও বাড়াতে পারলেন না’। ঐ সময় টায় শিল্পী-কুশলীরা কাজে ছিলেন, যা হয়তো নিজে চোখে দেখিনি। কিন্তু ঈদের সময় টায় দেখতাম একসঙ্গে ১০টা সিনেমা রিলিজ হতে। আজকে এত বছর পর ১০০ সিনেমার কাজ, এটা কি হাসির মনে হলো?

তিনি আরো লিখেছেন, সেই আগের মতো উচ্ছ¡াস আনন্দে কাজে আছেন সবাই, একটু ভাবুনতো, এখান থেকে কি ২০ জন পরিচালকও বের হবেনা? কম করে হলেও এখানে ২০/৩০ জন নতুন-পুরনো মিলিয়ে মেইন কাস্ট কাজ করছে তাদের মাঝে ৪/৫ জন শিল্পীও কি বের হবে না? সহ-শিল্পীও কি বের হবেনা? তাতে করে কার উপকার হবে? এত গুলি মানুষকে কাজ করার সুযোগকে আপনি আর যাই বলেন ওখান থেকে কেউ না শুধু অনেকেই বের হবে ইনশাল্লাহ।

এই উদ্যোগের সঙ্গে পরিচালক সমিতির নির্বাচনকে সংশ্লিষ্ট করে তিনি লিখেছেন, ইলেকশনে পাস করলে কেউ ১০ কোটি টাকা পাবেনা, সরকার এই পাসের কারণে আজীবন ভিআইপি করে দিবেনা, ব্যক্তিগত বিরাট কিছু হয়েও যাবেনা, শুনেছি ভোট পেতে নাকি কনভেনস দিলেই, ভালো বিহেভ অথবা ভালো সম্পর্ক থাকলেও হয়। তাই বলে ১০০ জনকে একটা করে সিনেমা দিতে হবে? তাও লটারী করে যেন কেউ মনে না করে এখানে কোনো দুই নাম্বারি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়