শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্টুপিড’ নিয়ে পরিচালক সায়মন তারিক

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়ার একশ’ ছবি নির্মাণের ঘোষণাকে সহজভাবে নিতে পারেননি নায়ক শাকিব খান। তিনি এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেছেন ‘স্টুপিড’। কিন্তু চলচ্চিত্রশিল্প শাকিব খানের এ কথাকে সহজভাবে গ্রহণ করেনি। বেশির ভাগ কলা-কুশলীই শাকিব খানের দিকে শ্যেনদৃষ্টি দিয়েছেন। কেউ কেউ পরোক্ষে স্টুপিড কথাটিকে শাকিবের দিকেই ছুঁড়ে দিয়েছেন। আলোচিত এবং সমালোচিত এই শব্দটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেই পরিচালক সায়মন তারিক ‘স্টুপিড’ নামে একটি ছবি ঘোষণা দিয়েছেন। তারও অনেকদিন পর তিনি ফেসবুকে স্টুপিড কথাটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্টুপিড’ শব্দটির মানে আজ প্রথম পজিটিভ মনে হলো আমার কাছে। অনেক বছর থেকে এফডিসি যাতায়াত করছি। এখন দেখা যায় ফাকা ময়দান, যেখানে রয়েছে কাজের ক্ষুধা। ইলিয়াস কাঞ্চন সাহেব এর একটা কথা মনে পড়ে গেল, ‘আমরা তো ১৩০০ সিনেমা হল রেখে গেছি, আপনিতো একটা হল ও বাড়াতে পারলেন না’। ঐ সময় টায় শিল্পী-কুশলীরা কাজে ছিলেন, যা হয়তো নিজে চোখে দেখিনি। কিন্তু ঈদের সময় টায় দেখতাম একসঙ্গে ১০টা সিনেমা রিলিজ হতে। আজকে এত বছর পর ১০০ সিনেমার কাজ, এটা কি হাসির মনে হলো?

তিনি আরো লিখেছেন, সেই আগের মতো উচ্ছ¡াস আনন্দে কাজে আছেন সবাই, একটু ভাবুনতো, এখান থেকে কি ২০ জন পরিচালকও বের হবেনা? কম করে হলেও এখানে ২০/৩০ জন নতুন-পুরনো মিলিয়ে মেইন কাস্ট কাজ করছে তাদের মাঝে ৪/৫ জন শিল্পীও কি বের হবে না? সহ-শিল্পীও কি বের হবেনা? তাতে করে কার উপকার হবে? এত গুলি মানুষকে কাজ করার সুযোগকে আপনি আর যাই বলেন ওখান থেকে কেউ না শুধু অনেকেই বের হবে ইনশাল্লাহ।

এই উদ্যোগের সঙ্গে পরিচালক সমিতির নির্বাচনকে সংশ্লিষ্ট করে তিনি লিখেছেন, ইলেকশনে পাস করলে কেউ ১০ কোটি টাকা পাবেনা, সরকার এই পাসের কারণে আজীবন ভিআইপি করে দিবেনা, ব্যক্তিগত বিরাট কিছু হয়েও যাবেনা, শুনেছি ভোট পেতে নাকি কনভেনস দিলেই, ভালো বিহেভ অথবা ভালো সম্পর্ক থাকলেও হয়। তাই বলে ১০০ জনকে একটা করে সিনেমা দিতে হবে? তাও লটারী করে যেন কেউ মনে না করে এখানে কোনো দুই নাম্বারি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়