শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্টুপিড’ নিয়ে পরিচালক সায়মন তারিক

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়ার একশ’ ছবি নির্মাণের ঘোষণাকে সহজভাবে নিতে পারেননি নায়ক শাকিব খান। তিনি এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেছেন ‘স্টুপিড’। কিন্তু চলচ্চিত্রশিল্প শাকিব খানের এ কথাকে সহজভাবে গ্রহণ করেনি। বেশির ভাগ কলা-কুশলীই শাকিব খানের দিকে শ্যেনদৃষ্টি দিয়েছেন। কেউ কেউ পরোক্ষে স্টুপিড কথাটিকে শাকিবের দিকেই ছুঁড়ে দিয়েছেন। আলোচিত এবং সমালোচিত এই শব্দটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেই পরিচালক সায়মন তারিক ‘স্টুপিড’ নামে একটি ছবি ঘোষণা দিয়েছেন। তারও অনেকদিন পর তিনি ফেসবুকে স্টুপিড কথাটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্টুপিড’ শব্দটির মানে আজ প্রথম পজিটিভ মনে হলো আমার কাছে। অনেক বছর থেকে এফডিসি যাতায়াত করছি। এখন দেখা যায় ফাকা ময়দান, যেখানে রয়েছে কাজের ক্ষুধা। ইলিয়াস কাঞ্চন সাহেব এর একটা কথা মনে পড়ে গেল, ‘আমরা তো ১৩০০ সিনেমা হল রেখে গেছি, আপনিতো একটা হল ও বাড়াতে পারলেন না’। ঐ সময় টায় শিল্পী-কুশলীরা কাজে ছিলেন, যা হয়তো নিজে চোখে দেখিনি। কিন্তু ঈদের সময় টায় দেখতাম একসঙ্গে ১০টা সিনেমা রিলিজ হতে। আজকে এত বছর পর ১০০ সিনেমার কাজ, এটা কি হাসির মনে হলো?

তিনি আরো লিখেছেন, সেই আগের মতো উচ্ছ¡াস আনন্দে কাজে আছেন সবাই, একটু ভাবুনতো, এখান থেকে কি ২০ জন পরিচালকও বের হবেনা? কম করে হলেও এখানে ২০/৩০ জন নতুন-পুরনো মিলিয়ে মেইন কাস্ট কাজ করছে তাদের মাঝে ৪/৫ জন শিল্পীও কি বের হবে না? সহ-শিল্পীও কি বের হবেনা? তাতে করে কার উপকার হবে? এত গুলি মানুষকে কাজ করার সুযোগকে আপনি আর যাই বলেন ওখান থেকে কেউ না শুধু অনেকেই বের হবে ইনশাল্লাহ।

এই উদ্যোগের সঙ্গে পরিচালক সমিতির নির্বাচনকে সংশ্লিষ্ট করে তিনি লিখেছেন, ইলেকশনে পাস করলে কেউ ১০ কোটি টাকা পাবেনা, সরকার এই পাসের কারণে আজীবন ভিআইপি করে দিবেনা, ব্যক্তিগত বিরাট কিছু হয়েও যাবেনা, শুনেছি ভোট পেতে নাকি কনভেনস দিলেই, ভালো বিহেভ অথবা ভালো সম্পর্ক থাকলেও হয়। তাই বলে ১০০ জনকে একটা করে সিনেমা দিতে হবে? তাও লটারী করে যেন কেউ মনে না করে এখানে কোনো দুই নাম্বারি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়