শিরোনাম
◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্টুপিড’ নিয়ে পরিচালক সায়মন তারিক

ইমরুল শাহেদ: শাপলা মিডিয়ার একশ’ ছবি নির্মাণের ঘোষণাকে সহজভাবে নিতে পারেননি নায়ক শাকিব খান। তিনি এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেছেন ‘স্টুপিড’। কিন্তু চলচ্চিত্রশিল্প শাকিব খানের এ কথাকে সহজভাবে গ্রহণ করেনি। বেশির ভাগ কলা-কুশলীই শাকিব খানের দিকে শ্যেনদৃষ্টি দিয়েছেন। কেউ কেউ পরোক্ষে স্টুপিড কথাটিকে শাকিবের দিকেই ছুঁড়ে দিয়েছেন। আলোচিত এবং সমালোচিত এই শব্দটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করেই পরিচালক সায়মন তারিক ‘স্টুপিড’ নামে একটি ছবি ঘোষণা দিয়েছেন। তারও অনেকদিন পর তিনি ফেসবুকে স্টুপিড কথাটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্টুপিড’ শব্দটির মানে আজ প্রথম পজিটিভ মনে হলো আমার কাছে। অনেক বছর থেকে এফডিসি যাতায়াত করছি। এখন দেখা যায় ফাকা ময়দান, যেখানে রয়েছে কাজের ক্ষুধা। ইলিয়াস কাঞ্চন সাহেব এর একটা কথা মনে পড়ে গেল, ‘আমরা তো ১৩০০ সিনেমা হল রেখে গেছি, আপনিতো একটা হল ও বাড়াতে পারলেন না’। ঐ সময় টায় শিল্পী-কুশলীরা কাজে ছিলেন, যা হয়তো নিজে চোখে দেখিনি। কিন্তু ঈদের সময় টায় দেখতাম একসঙ্গে ১০টা সিনেমা রিলিজ হতে। আজকে এত বছর পর ১০০ সিনেমার কাজ, এটা কি হাসির মনে হলো?

তিনি আরো লিখেছেন, সেই আগের মতো উচ্ছ¡াস আনন্দে কাজে আছেন সবাই, একটু ভাবুনতো, এখান থেকে কি ২০ জন পরিচালকও বের হবেনা? কম করে হলেও এখানে ২০/৩০ জন নতুন-পুরনো মিলিয়ে মেইন কাস্ট কাজ করছে তাদের মাঝে ৪/৫ জন শিল্পীও কি বের হবে না? সহ-শিল্পীও কি বের হবেনা? তাতে করে কার উপকার হবে? এত গুলি মানুষকে কাজ করার সুযোগকে আপনি আর যাই বলেন ওখান থেকে কেউ না শুধু অনেকেই বের হবে ইনশাল্লাহ।

এই উদ্যোগের সঙ্গে পরিচালক সমিতির নির্বাচনকে সংশ্লিষ্ট করে তিনি লিখেছেন, ইলেকশনে পাস করলে কেউ ১০ কোটি টাকা পাবেনা, সরকার এই পাসের কারণে আজীবন ভিআইপি করে দিবেনা, ব্যক্তিগত বিরাট কিছু হয়েও যাবেনা, শুনেছি ভোট পেতে নাকি কনভেনস দিলেই, ভালো বিহেভ অথবা ভালো সম্পর্ক থাকলেও হয়। তাই বলে ১০০ জনকে একটা করে সিনেমা দিতে হবে? তাও লটারী করে যেন কেউ মনে না করে এখানে কোনো দুই নাম্বারি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়