শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ছাত্রলীগের দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রসহ গ্রেপ্তার ২

রিয়াদ ইসলাম: [২] পাবনার ঈশ্বরদীতে উপজেলা সদরের বুধবার দিনব্যাপী ছাত্রলীগের দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও মারপিটের ঘটনা ঘটেছে। সকালে প্রথম দফায় মারপিটে দুইজন আহত হয়েছেন। বিকেলে দুইপক্ষ দ্বিতীয় দফা সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ পিস্তল সহ দুইজনকে আটক করেছে।

[৩] উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির বাবার একটি দোকানের ভাড়া তোলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে থানায় এনেছে।

[৪] ঘটনায় আহত দুইজন হচ্ছেন, রাতুল ইসলাম (২৬) ও শুভ ইসলাম (২৮)। দুইজনই উপজেলা ছাত্রলীগের সমর্থক। বাড়ি উপজেলা সদরের পূর্ব টেংরি মহল্লায়।

[৫] অন্যদিকে অস্ত্রসহ আটক দুইজন হচ্ছেন, উপজেলা সদরের মশুড়িপাড়া মহল্লার আকমল প্রামানিক (৩৬) ও আমজাদ হোসেন অবুঝ (২৯)।

[৬] স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উপজেলাটিতে ছাত্রলীগের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আছে। এদের পক্ষকে সমর্থন দিচ্ছেন প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল। অপর পক্ষকে সমর্থন দিচ্ছেন বর্তমান সাংসদ নূরুজ্জামান বিশ্বাসের ছেলে তৌহিজ্জামান দোলন বিশ্বাস। ফলে দুই পক্ষই নিজেদেরকে শক্তিশালী ভাবছেন। দুই পক্ষই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের রাকিবুল হাসানের বাবার একটি দোকার ভাড়াকে কেন্দ্র করে মারপিটের সুত্রপাত হয়।

[৭] এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সর্বশেষ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের বাবার একটি দোকান ভাড়া নিয়ে বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছি। আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। অন্যদিকে রাকিবুল হাসান জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যা থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়