শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসসেরা ক্রিকেট অশ্বিন

স্পোর্টস ডেস্ক: [২] দ্বিতীয়বারের মতো ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সকে পেছনে ফেলে তিনি সেরা হলেন।

[৩] গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম তিন টেস্ট খেলেছেন অশ্বিন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জয়ে দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন তিনি এবং আহমেদাবাদে সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচ জিততে ৪০০তম টেস্ট উইকেটের মালিক হন। তিন ম্যাচে তার মোট রান ১৭৬ এবং উইকেট ২৪টি। তাতেই টানা দ্বিতীয় মাসের মতো মনোনীত হন এই স্পিনার।

[৪] এদিকে ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ট্যামি বিউমন্ট। নিউ জিল্যান্ডের বিপক্ষে গত মাসে তিনটি ওয়ানডে খেলেন তিনি, যার প্রতিটিতে ফিফটি অতিক্রম করেন। সব মিলিয়ে ২৩১ রান ছিল তার।

[৫] মাসসেরা ক্রিকেটার নির্বাচনে ভক্তদের সঙ্গে যোগ দেবে সাবেক খেলোয়াড়, ব্রডকাস্টার ও সাংবাদিকদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র আইসিসি ভোটিং অ্যাকাডেমি। ভোটিং অ্যাকাডেমিতে থাকছেন অভিজ্ঞ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেবেন তারা, ৯০ শতাংশ ভোট থাকবে তাদের হাতে।

[৬] আর শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক মাসের প্রথম দিন ভোট দেবেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ। আইসিসির ডিজিটাল চ্যানেলগুলোতে প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

[৭] গত জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতের ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়