শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৫:২২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

রাহুল রাজ : [২] রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষেও কপাল খুললো না বাংলাদেশ লিজেন্ডসের। কিংবদন্তিদের ক্রিকেটে তারা দ্বিতীয় ম্যাচ হেরে গেছে ৭ উইকেটে। ৬ ওভার হাতে রেখে এই টি-টোয়েন্টি ম্যাচ জিতে গেছে কেভিন পিটারসেনের দল।

[৩]ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে ৫ উইকেটে ১১৩ রানে থামায় ইংল্যান্ড। ১৪ ওভারে ৩ উইকেটে করে ১১৭ রান। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেন ইংলিশ লিজেন্ডরা।

[৪]আগে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষ হতেই ৫৫ রানে পাঁচ উইকেট পড়ে যায় বাংলাদেশের। টপ অর্ডারে শুধু নাজিমউদ্দিন (১২) ও হান্নান সরকার (১৩) দুই অঙ্কের ঘরে রান করেন। দলীয় স্কোর একশ পার করাই যখন কঠিন হয়ে পড়লো, তখন খালেদ মাসুদ পাইলট দাঁড়িয়ে যান মুশফিকুর রহমানকে নিয়ে।

[৫]এই জুটিতে ৫১ রান এনে দিয়ে ১৯তম ওভারের শেষ বলে রিটায়ার্ড হার্ট হন পাইলট। ৩৯ বলে ৩ চারে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুশফিকুর ২৬ বলে চারটি বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে তাকে সঙ্গ দিয়ে ২ বলে দুই রান করেন মোহাম্মদ রফিক।

[৬]ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন ক্রিস ট্রেমলেট। একটি করে পান মন্টি পানেসার, রায়ান সাইডবটম ও ক্রিস স্কোফিল্ড।

[৭]লক্ষ্যে নেমে ফিল মুস্টার্ডের সঙ্গে অধিনায়ক পিটারসেন ঝড় তোলেন। মাত্র ৩.৪ ওভারে দলকে ৪৬ রান এনে দিয়ে বিদায় হন মুস্টার্ড। ১৬ বলে চারটি ৪ ও একটি ছয়ে ২৭ রান করেন এই ওপেনার। আলমগীর কবির নেন তার উইকেটটি।

[৭]অষ্টম ওভারের পঞ্চম বলে রফিকের কাছে বোল্ড হওয়ার আগে মাত্র ১৭ বলে ৭ চার ও ১ ছয়ে ৪২ রান করেন পিটারসেন। তাকে ফিফটি না করতে দেওয়াই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলা চলে। ড্যারেন ম্যাডির সঙ্গে তার জুটি ছিল ২৫ বলে ৪০ রানের। পরে রফিক ৫ রানে ক্রিস স্কোফিল্ডকে বিদায় করলেও ম্যাডির ৩২ বলে অপরাজিত ৩২ রানে অনায়াসে জয় পায় ইংলিশরা। তার সঙ্গে ৫ রানে অন্য প্রান্তে খেলছিলেন গ্যাভিন হ্যামিল্টন।

[৮]রফিক ২ উইকেট নিয়ে বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে সেরা বোলিং করেন, ৪ ওভারে তিনি ৩১টি রান দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়