শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে দেওয়া ওষুধের চেয়ে ৮০ গুণ বেশি শক্তিশালী কোভিডের ওষুধ তৈরি

রাশিদুল ইসলাম : [২] ইতালির একটি গবেষণাগারে এধরনের ওষুধ তৈরি করার পর ৩ হাজার ডোজের একটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আগামী গ্রীষ্মে এধরনের ওষুধের সাধারণ ব্যবহার অনুমোদন দেওয়া হতে পারে। ব্লুমবার্গ

[৩] এধরনের কোভিড ওষুধ এ্যান্টিবডি চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যান তখন তাকেও এধরনের এ্যান্টিবডি চিকিৎসা দেওয়া হয়।

[৪] কোভিডে আক্রান্ত ব্যক্তিরা সেরে ওঠার পর তাদের অন্তত ৪৫৩ জনের শরীরের এ্যান্টিবডি ও রক্তের ওপর নির্ভর করে এ ওষুধটি তৈরি করা হয়েছে।

[৫] এ ওষুধটি একবার ব্যবহার করলেও চলবে।

[৬] টসকানা লাইফ সাইন্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফ্যাবরিজিও ল্যান্ডি বলেন কোভিড চিকিৎসায় সবার নজর টিকার ওপর। ট্রাম্পকে যে এ্যান্টিবডি ওষুধ দেওয়া হয়েছিল তা কয়েক ঘন্টা লেগেছিল কার্যকর হতে। কিন্তু এখন যেটি আমরা তৈরি করছে তা সেটির চেয়ে ৮০ গুণ বেশি কার্যকর।

[৭] বিশ^ কোভিড ভাইরাসের সঙ্গে লড়াই করছে, ইতমধ্যে ২৫ লাখের বেশি মানুষ মারা গেছে। ভ্যাকসিন কিংবা ওষুধের চিকিৎসা এক্ষেত্রে গুরুতর হয়ে উঠেছে।

[৮] ইতালি সরকার ও ইউরোপিয় ইউনিয়ন টসকানাকে কোভিড চিকিৎসায় এ্যান্টিবডি ওষুধ তৈরিতে অর্থসাহায্য দিচ্ছে।

[৯] ইতোমধ্যে ওষুধটি ব্যবহারে কোভিড রোগি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক কম সময় লাগছে এবং একবারই তা প্রয়োগ করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়