শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে দেওয়া ওষুধের চেয়ে ৮০ গুণ বেশি শক্তিশালী কোভিডের ওষুধ তৈরি

রাশিদুল ইসলাম : [২] ইতালির একটি গবেষণাগারে এধরনের ওষুধ তৈরি করার পর ৩ হাজার ডোজের একটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আগামী গ্রীষ্মে এধরনের ওষুধের সাধারণ ব্যবহার অনুমোদন দেওয়া হতে পারে। ব্লুমবার্গ

[৩] এধরনের কোভিড ওষুধ এ্যান্টিবডি চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যান তখন তাকেও এধরনের এ্যান্টিবডি চিকিৎসা দেওয়া হয়।

[৪] কোভিডে আক্রান্ত ব্যক্তিরা সেরে ওঠার পর তাদের অন্তত ৪৫৩ জনের শরীরের এ্যান্টিবডি ও রক্তের ওপর নির্ভর করে এ ওষুধটি তৈরি করা হয়েছে।

[৫] এ ওষুধটি একবার ব্যবহার করলেও চলবে।

[৬] টসকানা লাইফ সাইন্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফ্যাবরিজিও ল্যান্ডি বলেন কোভিড চিকিৎসায় সবার নজর টিকার ওপর। ট্রাম্পকে যে এ্যান্টিবডি ওষুধ দেওয়া হয়েছিল তা কয়েক ঘন্টা লেগেছিল কার্যকর হতে। কিন্তু এখন যেটি আমরা তৈরি করছে তা সেটির চেয়ে ৮০ গুণ বেশি কার্যকর।

[৭] বিশ^ কোভিড ভাইরাসের সঙ্গে লড়াই করছে, ইতমধ্যে ২৫ লাখের বেশি মানুষ মারা গেছে। ভ্যাকসিন কিংবা ওষুধের চিকিৎসা এক্ষেত্রে গুরুতর হয়ে উঠেছে।

[৮] ইতালি সরকার ও ইউরোপিয় ইউনিয়ন টসকানাকে কোভিড চিকিৎসায় এ্যান্টিবডি ওষুধ তৈরিতে অর্থসাহায্য দিচ্ছে।

[৯] ইতোমধ্যে ওষুধটি ব্যবহারে কোভিড রোগি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক কম সময় লাগছে এবং একবারই তা প্রয়োগ করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়