রাশিদুল ইসলাম : [২] ইতালির একটি গবেষণাগারে এধরনের ওষুধ তৈরি করার পর ৩ হাজার ডোজের একটি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আগামী গ্রীষ্মে এধরনের ওষুধের সাধারণ ব্যবহার অনুমোদন দেওয়া হতে পারে। ব্লুমবার্গ
[৩] এধরনের কোভিড ওষুধ এ্যান্টিবডি চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যান তখন তাকেও এধরনের এ্যান্টিবডি চিকিৎসা দেওয়া হয়।
[৪] কোভিডে আক্রান্ত ব্যক্তিরা সেরে ওঠার পর তাদের অন্তত ৪৫৩ জনের শরীরের এ্যান্টিবডি ও রক্তের ওপর নির্ভর করে এ ওষুধটি তৈরি করা হয়েছে।
[৫] এ ওষুধটি একবার ব্যবহার করলেও চলবে।
[৬] টসকানা লাইফ সাইন্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফ্যাবরিজিও ল্যান্ডি বলেন কোভিড চিকিৎসায় সবার নজর টিকার ওপর। ট্রাম্পকে যে এ্যান্টিবডি ওষুধ দেওয়া হয়েছিল তা কয়েক ঘন্টা লেগেছিল কার্যকর হতে। কিন্তু এখন যেটি আমরা তৈরি করছে তা সেটির চেয়ে ৮০ গুণ বেশি কার্যকর।
[৭] বিশ^ কোভিড ভাইরাসের সঙ্গে লড়াই করছে, ইতমধ্যে ২৫ লাখের বেশি মানুষ মারা গেছে। ভ্যাকসিন কিংবা ওষুধের চিকিৎসা এক্ষেত্রে গুরুতর হয়ে উঠেছে।
[৮] ইতালি সরকার ও ইউরোপিয় ইউনিয়ন টসকানাকে কোভিড চিকিৎসায় এ্যান্টিবডি ওষুধ তৈরিতে অর্থসাহায্য দিচ্ছে।
[৯] ইতোমধ্যে ওষুধটি ব্যবহারে কোভিড রোগি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক কম সময় লাগছে এবং একবারই তা প্রয়োগ করতে হচ্ছে।