আল-হেলাল,সুনামগঞ্জ: মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবানসহ কোভিড-১৯ সুরক্ষাসামগ্রী বিতরন করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ। শুক্রবার বিকেল ৫ টায় এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট। এসময় সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌরসভার কাউন্সিলর,সাংবাদিকদ ও জনসাধারনের মধ্যে এবং পরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবানসহ কোভিড-১৯ সুরক্ষাসমূহ বিতরন করেন তিনি।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন,করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সংকট, জাতীয় দুর্যোগের সৃষ্টি করেছিল। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান মুজিববর্ষেই এই সংকট শতভাগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। চলমান মুজিববর্ষে আমরা সরকারের পক্ষে মানুষকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার সকল প্রকার সহযোগীতা দিয়েছি। এই দুর্যোগে সুনামগঞ্জ জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন,ভ্যাকসিন নিয়ে যে গুজব ছড়ানো হয়েছিল আমি এবং আমরা সকলের আগে ভ্যাকসিন গ্রহন করে আল্লাহর রহমতে ভাল আছি। করোনা চলাকালীন সময়ে আমরা রাজনীতির মাঠ ও নিজেদের কর্মস্থল ছেড়ে যাইনি। চেষ্টা করেছি সবসময় মানুষের পাশে থাকার এবং এখনও আছি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবাণে সাড়া দিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী হিসেবে আমরা যথারীতি কর্মস্থলে উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের সাধ্যমতো ভূক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে এ দুর্যোগের মোকাবেলা করার চেষ্টা করছি। তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার মানুষের জন্য অত্যন্ত আন্তরিক রয়েছেন বিধায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মাধ্যমে চলতি দূর্যোগে মানুষের মাঝে খাদ্য সহায়তা,শীতবস্ত্র থেকে শুরু করে কোভিড-১৯ সুরক্ষাসমূহ বিতরন পর্যন্ত অব্যাহত রেখেছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব সৈয়দা শামসেদা বেগম ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক। এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,কোরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত,গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া,কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল হক, আওয়ামীলীগ নেতা হোসেন আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,কৃষকলীগ নেতা বিন্দু তালুকদার,সাংবাদিক আনোয়ারুল হক,পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস,আহমদ নূর,সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর সামিনা চৌধুরী মনি,জেলা পরিষদের হিসাব রক্ষক বিমলেন্দু রায়,অফিস সহকারী আব্দুল মতিন,কপিল কিষণ তালুকদার,আজাদ মিয়া ও কামাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ ৬০ হাজার জনসাধারনের মধ্যে এই মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবানসহ কোভিড-১৯ সুরক্ষাসমূহ পর্যায়ক্রমে বিতরন করা হবে। এছাড়াও ২৫টি পরিবারকে বসতভিটে নির্মাণ করে দেবে জেলা পরিষদ।