সুজন কৈরী: [২] পুরান ঢাকার চকবাজারের চক সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থসহ চারজনকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- হৃদয় (২২), মুন্না ওরফে রজব (২১), নুরে আলম তপু (৩৯) ও মোহাম্মদ রাব্বি (১৯)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
[৩] শুক্রবার র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বৃহস্পতিবার ওই পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৯৯১পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। আটক করা হয় ৪ জনকে। বিস্ফোরক ছাড়াও তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ঢাকাসহ আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করছিলেন।