শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অ্যানজেলের রক্তমাখা টি শার্ট এখন মিয়ানমারে গণতন্ত্রের পতাকা

আখিরুজ্জামান সোহান: [২] মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী কেয়াল সিন স্মরণে বৃহস্পতিবার মান্ডালে শহরে শত শত জনতা জড়ো হয়। বিবিসি

[৩] ১৯ বছর বয়সী এই তরুণী 'অ্যানজেল' নামে বেশ সমাদৃত । গত বুধবার মান্ডেলে শহরে বিক্ষোভকারীদের উপর করা পুলিশের গুলি সিনের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই মৃত্যু মুখে পতিত হয় এই তরুণী।

[৪] তবে সব ছাপিয়ে সামাজিক মাধ্যম গুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আন্দোলনরত অবস্থায় সিনের গায়ে জড়ানো একটি 'টি শার্ট' নিয়ে। যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল 'ইভরিথিং উইল বি ওকে' অর্থাৎ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই একটি বাক্য ভাবিয়েছে বিশ্বের নানা প্রান্তের নেটিজেনদের, চলছে লেখালিখি, প্রতিবাদের সুর গোটা মিয়ানমার জুড়ে। লাইভ টিউব

[৫] সামরিক সরকারবিহীন একটি সুস্থ শহর দেখার ইচ্ছে হয়তো পূরণ হলোনা সিনের তবে দেশের জন্য এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্বরণ করবে মিয়ানমারের মানুষ।

[৬] আশ্চর্যজনক ব্যাপার হলো, আন্দোলনে আসার আগেই নিজের মৃত্যু সম্পর্কে ইংগিত করে গিয়েছিলেন এই তরুণী। মৃত্যুর কয়েক ঘন্টা আগে দেয়া পোস্টে তার রক্তের গ্রুপ, একটি মোবাইল নম্বরসহ মৃত্যুর পর নিজের দেহ দানের জন্য অনুরোধ করে গেছেন নিজের সতীর্থদের। রয়টার্স

[৭] বৃহস্পতিবার মান্ডেলে শহরের রাস্তায় সিনের স্মরণে তার কফিন, প্রতিবাদী গান গেয়ে এবং তিন আঙুল উঁচিয়ে প্রতিবাদ জানায় তার আন্দোলনকারীরা।

[৮] জাতিসংঘের মানবাধিকারের তথ্যমতে, জান্তা সরকারের পতনের প্রতিবাদে সেনা এবং পুলিশের হাতে এখন পর্যন্ত অন্তত ৫৪ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, যদিও অন্যান্য মহল থেকে পাওয়া খবরে এই সংখ্যাটি অনেক বেশি । ১লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর গত বুধবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন, সারা দেশে এই দিনে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে মিয়ানমারের স্থানীয় খবরের বরাতে জানা যায়। বিবিসি

 

https://twitter.com/tamyumkung/status/1367102913697353730?s=20

  • সর্বশেষ
  • জনপ্রিয়