শিরোনাম
◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৭:০৩ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ ফোন, ‘চাঁদাবাজ’ ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ

ডেস্ক রিপোর্ট : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে 'চাঁদাবাজ' ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল জখম হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে সাভারের আনন্দপুর বাসস্ট্যান্ডে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার সাভার মডেল থানায় মামলার পর তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তাররা হলো- সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রহিম বাবু, মো. রাশেদ, নজরুল ইসলাম খান, আল আমিন, কামাল হোসেন ও সুজন শিকদার। তারা সবাই আনন্দপুর ও সিটি লেনের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে ঠিকানা পরিবহন বাসের কন্ডাক্টর ইকবাল হোসেনকে সন্ত্রাসীরা হাত-পা বেঁধে মারধর করছে- ৯৯৯-এ ফোনের মাধ্যমে জানতে পারে সাভার মডেল থানা পুলিশ। এ সময় থানা থেকে ওই এলাকায় দায়িত্বরত টহল টিমকে বিষয়টি জানালে সাভার মডেল থানার এসআই পাবেল মোল্লার নেতৃত্বে টহল পুলিশের টিমটি ঘটনাস্থলে যায়। এ সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি ছন বনের মধ্যে পালিয়ে থাকার চেষ্টা করলে পুলিশের দলটি তাদের ধরতে সেখানে যায়। এ সময় তারা পুলিশের ওপর আক্রমণ করে। তখন কনস্টেবল রাব্বি সন্ত্রাসী সাব্বির হোসেনকে জড়িয়ে ধরলে সে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে সাব্বিরসহ দু'জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের আটক করা হয়। কনস্টেবল রাব্বিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এসআই পাবেল মোল্লা।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, দায়িত্বরত অবস্থায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি এবং ভুক্তভোগী বাস কন্ডাক্টর ইকবাল হোসেন অপর মামলাটি করেন।
সূত্র-সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়