শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুল বলেন, আ.লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করতেই বাধা দিচ্ছে কিন্তু হানিফ বলেন, গাড়ি বন্ধে আমাদের কোন হাত নেই

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার বিবিসি বাংলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরিশাল ও খুলনা  মহাসমাবেশের আগে বাস বন্ধ করে দিয়েছিলো, আবার রাজশাহীতে মহাসমাবেশের আগে বাস চলাচল বন্ধ রাখে। এছাড়া সুষ্ঠু ভোট যাতে না হয়, সেজন্য সব যান চলাচল বন্ধ করে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী মিটিংয়ের জায়গা নির্দিষ্ট করে দেয়া হচ্ছে, অথচ তা কোনও উপযুক্ত জায়গা নয়।

[৩] তিনি বলেন, বিএনপি যাতে নির্বাচন করতে না পারে, জনগণের নিকট ভোটের প্রচারণা চালাতে না পারে। সেজন্য সব কিছুতে বাধা প্রদান করা হচ্ছে।

[৪] এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দলের কর্মকান্ডের অন্তরায় হয় না, তারা সমাবেশ করতে আমরা কোনও বাধা সৃষ্টি করিনি, গাড়ি বন্ধেও আমাদের কোনও হাত নেই। গাড়িগুলো মালিক সমিতি তাদের ইচ্ছাতে এ ধরনের সিদ্ধান্ত  গ্রহণ করেছে। এধরণের কেউ করে থাকলে তাহলে এটি ভুল করছে তারা।

[৫] রাজনৈতিক বিশ্লেষক যোবায়দা নাসরিন বলেছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশলে ধর্মঘট, বাস বন্ধ করার মাধ্যমে সরকার তার বল প্রয়োগ করে, রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। সম্পাদনা: মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়