শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে প্রবাসফেরত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
[৩] মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় পৌরসভার গহিরা ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
[৪] মৃত ব্যক্তি মো. আলমগীর (২৫)। তিনি নিহত ওই এলাকার মৃত বিল্লালের ছেলে।
[৫] স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমগীর তার একতলা বাড়িতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তার মা ফাতেমা বেগম খন্তা দিয়ে বাড়ির দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আলমগীরকে নামিয়ে আনেন। স্থানীয়রা তাকে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৬] জানা গেছে, আড়াই বছর আগে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওযার্ডের খৈয়াটিলা এলাকার জেরিন নামের এক নারীকে বিয়ে করেন আলমগীর। ৮ মাস আগে দুবাই থেকে একেবারে দেশে চলে আসেন তিনি। এরপর থেকে আর্থিক অভাবের কারণে প্রায় সময় স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। পারিবারিক অশান্তির কারণে দু মাস আগে আলমগীরকে ডিভোর্স দেয় তার স্ত্রী জেরিন। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজন ও প্রতিবেশীরা।
[৭] রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন,‘ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি