মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার রাতে পাকশী মাহফিলে, ভারতের ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী (হাফিজাহুল্লাহ) বলেন, কোনও পীর যদি তার মুরীদকে ভুল পরামর্শ দেয় তা পরিহার করতে হবে। তার অজান্তে কোনও ভুল হয়ে থাকলে তাকে জানিয়ে দিতে হবে।
[৩] তিনি বলেন, কোরআন সুন্নাহ মোতাবেক সব কাজ করতে হবে। মুসলিম হিসেবে নিজেকে পরিবর্তন করতে, ভালো আকিদা সম্পন্ন আলেম-উলামাগণের সোহবত নিতে হবে।
[৪] তিনি আরও বলেন, এখলাস এবং আকিদা বহির্ভুত কোনও কাজ করা উচিত নয়। যে জ্ঞানই অর্জন করি না কেন, তা খাস দেলে আল্লাহর নামে শুরু করতে হবে। সঠিকভাবে চলতে হবে, দেশ ও জাতির জন্য কল্যাণকর কাজ করতে হবে। সম্পাদনা: রাশিদ