মহসীন কবির: [২] রাজশাহী থেকে দুই দফায় আটটি জেলায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বগুড়ায় মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। এদিকে বিএনপি নেতারা বলছেন, মঙ্গলবার (২ মার্চ) দলটির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এ ধর্মঘট। সময় ও ৭১ টিভি
[৩] রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে বাস, অপেক্ষায় আছেন যাত্রীরা। হঠাৎ বাস বন্ধের ঘোষণা আসে। এ খবর জানতেন না কাউন্টার ম্যানেজাররাও। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন অনেকেই।
[৪] বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মঙ্গলবার রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে হবে। যতই বাধা দেয়া হোক না কেন। গাড়ি বন্ধ করা হলেও আমাদের লোকরা সমাবেশে আসবে। তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
[৫] এর আগে খুলনার বিএনপির মহাসমাবেশের আগেও বাস চলাচল বন্ধ ছিল। গাড়ি না ছাড়ার কারণে কোথাও যেতে পারছেন না মানুষ।