তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চরলাপাং আক্তার হোসেন এর নাবালিকা মেয়েকে (১২) ধর্ষণ করে অবৈধ গর্ভপাতের অভিযোগে থানায় মামলা হয়েছে । নাবালিকার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার মূলহোতা মো. বাবুল মিয়ার ছেলে মো. রনি মিয়া (১৯) গ্রেপ্তার করে পুলিশ ।
[৩] মামলায় ওই নাবালিকা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রনি ও তার পরিবারের লোকজন তার ভোক্তভোগীর অবৈধ গর্ভপাত করান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
[৪] সোমবার (১ মার্চ) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
[৫] এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে মূল আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানিয়েন তিনি। সম্পাদনা: হ্যাপি