শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফ্ফর হোসেন : আমলা, প্রশাসক বা রাজনীতিবিদ যখন কোনো ভুল সিদ্ধান্ত নেন, তখন তার বিরোধিতা বা সমালোচনা করা দেশপ্রেমী নাগরিকের কাজ

মোজাফ্ফর হোসেন : রাষ্ট্রবিরোধিতা আর সরকারের সমালোচনা করা এক বিষয় নয়। কোনো আমলা, প্রশাসক বা রাজনীতিবিদ যখন কোনো ভুল সিদ্ধান্ত নেন, তখন তার বিরোধিতা করা বা সমালোচনা করা দেশপ্রেমী নাগরিকের কাজ। দেশ বা রাষ্ট্রের উর্ধ্বে কোনো সরকার বা রাজনৈতিক দল না। আবার এটাও মনে রাখতে হবে, ব্যক্তিস্বার্থ আর দলীয় স্বার্থ এক বিষয় নয়। ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য ভণ্ডরা নানা রীতিনীতি তৈরি করে দলকে প্রশ্নের মুখে ফেলে। কেউ কেউ ব্যক্তিস্বার্থে দেশকে বিক্রি করে, কেউ কেউ দলকে। এটাও দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ভাবতে হবে। কাজেই সমালোচনাকে তাদের গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে দলের স্বার্থেই। জনগণকে বোকা ভাবে নির্বোধেরা। ইতিহাস সাক্ষী, যারাই জনগণ মূর্খ ভেবে বোকা ভেবে পাত্তা দেয়নি, তাদেরই পতন ঘটেছে। এই মাটিতেই ১৯৭১ সালে পাকিস্তানের পতন তার জ্বলন্ত উদাহরণ। আর লেখক শিল্পী সংস্কৃতিবান মানুষকে কোণঠাসা করে মতলববাজেরা। সেই ১৯৪৭ থেকে ১৯৭১, ইতিহাস সাক্ষী। বুদ্ধিজীবীদের হত্যা দুই ভাবে করা যায়-আক্ষরিকভাবে হত্যা করে আর কণ্ঠরোধ করে। পশ্চিম পাকিস্তান দুদিক থেকেই কাজটা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সফল হয়েছিল কেন জানেন? কারণ সেই আওয়ামী লীগ বাংলার সাধারণ জনগণ আর লেখকশিল্পীদের কণ্ঠস্বরকে মেলাতে পেরেছিল। বঙ্গবন্ধু একদিন মফস্বলে, একদিন ঢাকায়, পরদিন জেলে। অন্যভাবে যদি বলি : একদিন শাহ আবদুল করিম বা খান সারওয়ার মুরশিদের সঙ্গে, পরদিন কৃষক বা রাজনৈতিক কর্মীদের সঙ্গে, অন্যদিন জেলে বই/খাতাকলম নিয়ে।

এই ছিল তার রাজনৈতিক জীবনের রুটিন। স্বাধীনতাযুদ্ধের জন্য বাংলার অহিংস মানুষ এমনি এমনি ঝাঁপিয়ে পড়েনি। বর্তমান আওয়ামী কি সেখানে ব্যর্থ? এই প্রশ্নের উত্তর আমি দেবো না। কারণ দেশে একটা ডিজিটাল নিরাপত্তা আইন আছে। সেটা থাকতেই পারে। কিন্তু অপপ্রয়োগ হলে এই প্রশ্নগুলো জেগে ওঠে : কার নিরাপত্তা? জনগণের? নাকি রাষ্ট্রের? রাষ্ট্রের মানে কি দলের? এসব প্রশ্নের উত্তরও আমি দেবো না। আচ্ছা, এই আইনের বিরোধিতা করা মানে কি রাষ্ট্রের বিরোধিতা করা? মানে রাষ্ট্রদ্রোহী? রাষ্ট্রের চারটি মূলনীতি আছে:

জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এগুলো বিরোধিতা করা যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মাতৃভাষা, জাতীয় সংগীত-এগুলো আমাদের জাতীয়তাবাধের অংশ। ইসলামধর্ম বাঙালি/বাংলাদেশি জাতীয়তাবাদের অংশ না। আমি মনেপ্রাণে এই জাতীয়তাবাদকে স্বীকার করি। ফলে যদি ব্যক্তিস্বার্থ (কোনো নেতা/আমলা), গোষ্ঠীস্বার্থ (সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়) বা দলীয় স্বার্থে (ক্ষমতাসীন দল) কোনো রীতিনীতি/আইন ব্যবহার করা হয়, সেই আইনের অপপ্রয়োগের বিরোধিতা করা আমার দেশপ্রেম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রবোধের চর্চা। সেই চর্চা যে করে না সেই বরঞ্চ রাষ্ট্রদ্রোহী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়