শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাচিকে দেখে পুরোনো প্রেম জেগে ওঠে ভাতিজার, তারপর…

ডেস্ক রিপোর্ট: বিয়ের পর ভালোই চলছিল চাচা ও ভাতিজার সংসার। দুজনেরই স্ত্রী-সন্তান রয়েছে। কিন্তু পাশাপাশি বাড়িতে প্রতিদিন চাচিকে দেখে পুরোনো প্রেম জেগে ওঠে ভাতিজার। সুযোগ পেলেই চাচিকে নিয়ে ঘুরতে যেতেন। কিন্তু এবার আর ঘুরতে নয়, স্ত্রী-সন্তান ফেলে চাচিকে নিয়ে পালিয়ে গেছেন ভাতিজা। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে।

স্থানীয়রা জানিয়েছে, ভাতিজার সঙ্গে তার চাচির প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু তাদের এ সর্ম্পক না মেনে ভাতিজাকে অন্যত্র বিয়ে দেন তার পরিবার। বিয়ের পর সংসারে দুই সন্তানের জন্ম হয়। স্ত্রী-সন্তান নিয়ে ভালোই চলছিল সংসার।

কিন্তু, ২০০৯ সালে ভাতিজার প্রেমিকাকে বিয়ে করেন তার চাচা। তাদের ঘরেও দুই সন্তাদের জন্ম হয়। কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় প্রতিদিন পুরোনো প্রেমিকাকে (চাচি) দেখে ভাতিজার পুরোনো প্রেম জেগে ওঠে। সুযোগ পেলেই প্রেমিকা চাচিকে নিয়ে ঘুরতে যেতেন। একপর্যায়ে বিয়ের পরও তাদের প্রেমের কথা এলাকায় জানাজানি হয়ে যায়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিসও হয়। পরে চাচা তার স্ত্রীকে নিয়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কিন্তু তাতেও তাদের সাক্ষাৎ বন্ধ হয়নি। ওই ঘটনায় চাচা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বিষয়ে একাধিকবার বিচার হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। অভিযুক্ত ভাতিজার বাবা বলেন, ‘ঘটনাটি খুবই লজ্জাজনক। বারবার সাবধান করার পরও তারা এমন কাজ করেছে। এখন এলাকায় মুখ দেখাতে পারি না।’

সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘আমার কাছে মেয়ে পক্ষ এসেছিল। তারপর আর এ নিয়ে কোনো কথা হয়নি। তারা চাইলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়