শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে বোরো ধানে বিস্তীর্ণ মাঠ যেন সবুজ কাঁথা

আশরাফ হোসেন :[২] সবুজ ধানে ছেয়ে গেছে মাঠের পর মাঠ কি অপরূপ সাজে সেজেছে আজি মাঠ-ঘাট দখিনাসমীরণে হেলে দুলে খেলছে সবুজ পাতা আয়না ছুটে মাঠে তোরা, দেখতে সবুজ কাঁথা।“কবিতার পংক্তি গুলোরমতো এ চলতি ইরি-বোরো মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। দূর থেকে দেখে মনে হয়, বোরো ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি।

[৩] মৃদুহাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলেদুলে নাড়াদিচ্ছে।যেদিকে তাকানো যাচ্ছে, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজ ধানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে। বসন্তের নির্মল আকাশ ও সবুজের সমারোহে এ ধরা যেন নতুনরূপে আবির্ভূত হয়েছে।উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়,সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

[৪] গত বছরের তুলনায় প্রায় ১হাজার হেক্টর জমিতে বেশি বোরো ধান আবাদ করা হয়েছে।সরেজমিনে ঘুরে দেখাযায়,উপজেলার পুমদি, শাহেদল, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া ইউনিয়নে ও জিনারী ইউনিয়নের চকাটি হারীচরহাজ পুরসিদলা ইউনিয়নের সাহেবের চর , চর বিশ্বনাথপুর গ্রামে বোরো রোপনে কিছুটা বাধা গ্রস্ত হয়েছে।

[৫] ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়া অধিকাংশ ধানের বীজ তলা নষ্ট হয়ে যায়। ফলে এতে কিছুটা রোপনে বিলম্বিত হয়েছে । কৃষকদের সাথে কথা বলে জানা যায় , এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭ ,২৮ ,২৯ ,৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড ,তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপন করছেন।

[৬] উপজেলার জিনারী ইনিয়নের চরহাজিপুর গ্রামের ধান চাষী নজরুল ইসলাম, চর বিশ্বনাথ গ্রামের রফিক মিয়া, সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের কামরুল ইসলাম সহ অনেকেই জানান, বাজারে ধানের দাম অধিক থাকায়এবছর বেশি বোরো ধান আবাদ করেছি । আরো অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তারা আরো জানান,জমিতেব্রি- হাইব্রিড জাতের ধান সহ অন্য ধান রোপন করছেন।সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়