শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে বোরো ধানে বিস্তীর্ণ মাঠ যেন সবুজ কাঁথা

আশরাফ হোসেন :[২] সবুজ ধানে ছেয়ে গেছে মাঠের পর মাঠ কি অপরূপ সাজে সেজেছে আজি মাঠ-ঘাট দখিনাসমীরণে হেলে দুলে খেলছে সবুজ পাতা আয়না ছুটে মাঠে তোরা, দেখতে সবুজ কাঁথা।“কবিতার পংক্তি গুলোরমতো এ চলতি ইরি-বোরো মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। দূর থেকে দেখে মনে হয়, বোরো ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি।

[৩] মৃদুহাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলেদুলে নাড়াদিচ্ছে।যেদিকে তাকানো যাচ্ছে, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজ ধানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে। বসন্তের নির্মল আকাশ ও সবুজের সমারোহে এ ধরা যেন নতুনরূপে আবির্ভূত হয়েছে।উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়,সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

[৪] গত বছরের তুলনায় প্রায় ১হাজার হেক্টর জমিতে বেশি বোরো ধান আবাদ করা হয়েছে।সরেজমিনে ঘুরে দেখাযায়,উপজেলার পুমদি, শাহেদল, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া ইউনিয়নে ও জিনারী ইউনিয়নের চকাটি হারীচরহাজ পুরসিদলা ইউনিয়নের সাহেবের চর , চর বিশ্বনাথপুর গ্রামে বোরো রোপনে কিছুটা বাধা গ্রস্ত হয়েছে।

[৫] ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়া অধিকাংশ ধানের বীজ তলা নষ্ট হয়ে যায়। ফলে এতে কিছুটা রোপনে বিলম্বিত হয়েছে । কৃষকদের সাথে কথা বলে জানা যায় , এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭ ,২৮ ,২৯ ,৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড ,তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপন করছেন।

[৬] উপজেলার জিনারী ইনিয়নের চরহাজিপুর গ্রামের ধান চাষী নজরুল ইসলাম, চর বিশ্বনাথ গ্রামের রফিক মিয়া, সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের কামরুল ইসলাম সহ অনেকেই জানান, বাজারে ধানের দাম অধিক থাকায়এবছর বেশি বোরো ধান আবাদ করেছি । আরো অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তারা আরো জানান,জমিতেব্রি- হাইব্রিড জাতের ধান সহ অন্য ধান রোপন করছেন।সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়