শিরোনাম
◈ ভারত-পা‌কিস্তান দ‌লের জন্য রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেয়া হ‌চ্ছে, দাবি শ্রীলঙ্কার ◈ নির্বাচনি প্রচারের ৭ দিনে ৪২ সংঘর্ষ, নিহত ৪, পুলিশের সমালোচনা ◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে বোরো ধানে বিস্তীর্ণ মাঠ যেন সবুজ কাঁথা

আশরাফ হোসেন :[২] সবুজ ধানে ছেয়ে গেছে মাঠের পর মাঠ কি অপরূপ সাজে সেজেছে আজি মাঠ-ঘাট দখিনাসমীরণে হেলে দুলে খেলছে সবুজ পাতা আয়না ছুটে মাঠে তোরা, দেখতে সবুজ কাঁথা।“কবিতার পংক্তি গুলোরমতো এ চলতি ইরি-বোরো মৌসুমে কিশোরগঞ্জের হোসেনপুরে বোরো ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। দূর থেকে দেখে মনে হয়, বোরো ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি।

[৩] মৃদুহাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলেদুলে নাড়াদিচ্ছে।যেদিকে তাকানো যাচ্ছে, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজ ধানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে। বসন্তের নির্মল আকাশ ও সবুজের সমারোহে এ ধরা যেন নতুনরূপে আবির্ভূত হয়েছে।উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়,সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

[৪] গত বছরের তুলনায় প্রায় ১হাজার হেক্টর জমিতে বেশি বোরো ধান আবাদ করা হয়েছে।সরেজমিনে ঘুরে দেখাযায়,উপজেলার পুমদি, শাহেদল, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া ইউনিয়নে ও জিনারী ইউনিয়নের চকাটি হারীচরহাজ পুরসিদলা ইউনিয়নের সাহেবের চর , চর বিশ্বনাথপুর গ্রামে বোরো রোপনে কিছুটা বাধা গ্রস্ত হয়েছে।

[৫] ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়া অধিকাংশ ধানের বীজ তলা নষ্ট হয়ে যায়। ফলে এতে কিছুটা রোপনে বিলম্বিত হয়েছে । কৃষকদের সাথে কথা বলে জানা যায় , এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭ ,২৮ ,২৯ ,৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড ,তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপন করছেন।

[৬] উপজেলার জিনারী ইনিয়নের চরহাজিপুর গ্রামের ধান চাষী নজরুল ইসলাম, চর বিশ্বনাথ গ্রামের রফিক মিয়া, সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের কামরুল ইসলাম সহ অনেকেই জানান, বাজারে ধানের দাম অধিক থাকায়এবছর বেশি বোরো ধান আবাদ করেছি । আরো অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তারা আরো জানান,জমিতেব্রি- হাইব্রিড জাতের ধান সহ অন্য ধান রোপন করছেন।সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়