ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার সকালে দিল্লির AIIMS-G গিয়ে করোনার টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আল-জাজিরা
[৩] টুইটে মোদী লিখেছেন, AIIMS-G এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি৷ করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিৎসক, বিজ্ঞানীরা তাঁদের যে শক্তি দেখিয়েছেন তা উল্লেখযোগ্য। আসুন ভারতকে করোনামুক্ত করি।
[৪] ভারতে করোনার দ্বিতীয় পর্ব আজ থেকেই শুরু হলো। এই পর্বে দেশের ষাটোর্ধ্ব নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা দিতে হতে পারে। তবে সরকারি টিকাকরণ কেন্দ্রে থেকে বিনামূল্যে করোনার টিকা পাবেন নাগরিকরা।
[৫] ১৬ জানুয়ারি থেকে দেশটিতে করোনার টিকাদান অভিযানের প্রথম পর্ব শুরু হয়। প্রথম পর্বে দেশের ৩ কোটি করোনাযোদ্ধাকে টিকা দেওয়া শুরু হয়। দেশের চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাবাহিনীর সব সদস্যদের টিকাদান পর্ব শেষের দিকে। এখন সাধারণ নাগরিকদের টিকা দেওয়া হবে। গত শনি ও রবিবার করোনার টিকাকরণের জন্য তৈরি বিশেষ কো-উইন অ্যাপটির প্রযুক্তিগত কিছু কাজ চলে। তারই জেরে ওই দুদিন দেশে করোনার টিকাকরণ বন্ধ রেখেছিল কেন্দ্র।