শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বাংলা পপ সম্রাট আজম খানের জন্মদিন, নাসির উদ্দিন ইউসুফ জানালেন, পপ সম্রাটের মতো মুক্তিযোদ্ধা হিসেবেও ৩০টির মতো সামনা সামনি যুদ্ধে অংশ নেন

দেবদুলাল মুন্না: [২] আজ ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করছে তার পরিবার ও ভক্তরা। ২০১১ সালে ক্যানসারের সঙ্গে যুদ্ধ মারা যান।

[৩] তিনি ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০নং ভবনে জন্ম নেন। তার পুরো নাম মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন। ১৯৫৬ সাল থেকে কমলাপুরে থাকতেন পরিবারসহ আমৃত্যু । ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ আরও বলেন, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের দিনগুলি বইটিতে লিখেছেন। তিনি একজন গেরিলা যোদ্ধা ছিলেন। কুমিল্লার সালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। দুই নম্বর সেক্টরের একটি সেকশনের ইনচার্জ ছিলেন। সেকশন কমান্ডার হিসেবে ঢাকা এবং আশপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন তিনি।

[৪] আজম খান যাত্রাবাড়ি-গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলো পরিচালনার দায়িত্ব পান। তার নেতৃত্বে সংঘটিত ‘অপারেশান তিতাস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতেন।

[৫] তরুণ প্রজন্মের গায়ক প্রবর রিপন বলেন, তিনি দেশের একমাত্র গায়ক যিনি হৃদয় দিয়ে গান গাইতেন। প্রাণ দিয়ে গাইতেন। কন্ঠ দিয়ে নয়। নির্লোভ ছিলেন। তিনি আমাদের দেশের পপগানের কিংবদন্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়