শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৌর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত কোন প্রার্থী অভিযোগ করেননি: কবিতা খানম

সমীরণ রায়: [২] নির্বাচন কমিশনার আরও বলেন, কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচন গুলোও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের আগ্রহ বাড়ছে। ভোটার সংখ্যাও অনেক বেশি। পৌর নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ইভিএমে ভোট হবে উৎসবমুখর পরিবেশে।

[৩] গত বৃহস্পতিবার রাতে বগুড়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌবাহিনী প্রতিনিধি, এপিবিএন'র প্রতিনিধি, আনসার বাহিনীর প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

[৪] কবিতা খানম বলেন, সারাদেশের মত বগুড়াতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে আইন শৃংখলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় করা। বগুড়া পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল থাকবে। ইভিএমে ভোট দিতে ভোটারদের আগ্রহ রয়েছে। এই কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

[৫] তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনেও ইভিএমের ব্যবহার করা হবে। তবে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমে ভোট করা সম্ভব হবে না। কারণ ইভিএম মেশিনে সমস্যা নেই। তবে টেকনিক্যাল বা লোকবলের সমস্যা রয়েছে। তাই ইউপি নির্বাচন ইভিএম ও ব্যালটে অনুষ্ঠিত হবে।

[৬] আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে এসময় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়