শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নেওয়ার পর ত্রাণ সচিব ও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত [২] ১০ হাজারে একজনের এমন হতে পারে

শাহীন খন্দকারশিমুল মাহমুদ: [৩] যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, টিকা নিয়ে কেউ করোনায় আক্রান্ত হবে না। এ পর্যন্ত যে টিকাগুলোকে অনুমোদন দেয়া হয়েছে তাদের কোনটিতেই জীবন্ত ভাইরাস নেই। যার থেকে কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৪] যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস, ড. খোন্দকার মেহেদী আকরাম বলেন, টিকার প্রথম ডোজ নেয়ার ২১ দিনের মধ্যে যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। কারণ ভ্যাকসিনে সুরক্ষা শুরু হয় প্রথম ডোজের ২১ দিন পর থেকে। করোনাভাইরাসের ইনকিউবেশন টাইম ৫-১৪ দিন। অর্থাৎ ভাইরাস সংক্রমণের ৫-১৪ দিন পরে কোভিডের লক্ষণ প্রকাশ পায়। ভ্যাকসিন নেয়ার সময় অনেকেই করোনায় সংক্রমিত থাকতে পারে যা লক্ষণ প্রকাশ পেতে পারে ভ্যাকসিন দেয়ার ৫-১৪ দিন পরে।এর মানে এটা নয় যে ভ্যাকসিন কাজ করছে না। যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের কে প্রথম ২১ দিন খুবই সতর্ক থাকতে হবে কারণ এই সময়টিতে সংক্রমিত হওয়া সম্ভাবনা শতভাগ।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এসএম আলমগীর বলেন, টিকা গ্রহণের ১৪ থেকে ২১ দিনের মাথায় শরীরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। তবে টিকা নেওয়ার পর যদি সংক্রমিত হয় সেটা মৃদু উপসর্গ থাকবে, কোনো জটিলতা থাকবে না, মানুষ মারা যাবে না। এতে ভয় কিংবা আতংকিত হওয়ার কিছু নেই।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট নজরুল ইসলাম বলেন, শরীরে করোনার জীবাণু প্রবেশের পর যদি তারা টিকা নেন, তাহলে সেটা কাজ নাও করতে পারে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়