শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নেওয়ার পর ত্রাণ সচিব ও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত [২] ১০ হাজারে একজনের এমন হতে পারে

শাহীন খন্দকারশিমুল মাহমুদ: [৩] যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, টিকা নিয়ে কেউ করোনায় আক্রান্ত হবে না। এ পর্যন্ত যে টিকাগুলোকে অনুমোদন দেয়া হয়েছে তাদের কোনটিতেই জীবন্ত ভাইরাস নেই। যার থেকে কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৪] যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস, ড. খোন্দকার মেহেদী আকরাম বলেন, টিকার প্রথম ডোজ নেয়ার ২১ দিনের মধ্যে যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। কারণ ভ্যাকসিনে সুরক্ষা শুরু হয় প্রথম ডোজের ২১ দিন পর থেকে। করোনাভাইরাসের ইনকিউবেশন টাইম ৫-১৪ দিন। অর্থাৎ ভাইরাস সংক্রমণের ৫-১৪ দিন পরে কোভিডের লক্ষণ প্রকাশ পায়। ভ্যাকসিন নেয়ার সময় অনেকেই করোনায় সংক্রমিত থাকতে পারে যা লক্ষণ প্রকাশ পেতে পারে ভ্যাকসিন দেয়ার ৫-১৪ দিন পরে।এর মানে এটা নয় যে ভ্যাকসিন কাজ করছে না। যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের কে প্রথম ২১ দিন খুবই সতর্ক থাকতে হবে কারণ এই সময়টিতে সংক্রমিত হওয়া সম্ভাবনা শতভাগ।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এসএম আলমগীর বলেন, টিকা গ্রহণের ১৪ থেকে ২১ দিনের মাথায় শরীরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। তবে টিকা নেওয়ার পর যদি সংক্রমিত হয় সেটা মৃদু উপসর্গ থাকবে, কোনো জটিলতা থাকবে না, মানুষ মারা যাবে না। এতে ভয় কিংবা আতংকিত হওয়ার কিছু নেই।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট নজরুল ইসলাম বলেন, শরীরে করোনার জীবাণু প্রবেশের পর যদি তারা টিকা নেন, তাহলে সেটা কাজ নাও করতে পারে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়