শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে শনিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] ড. দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

[৩] বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, পহেলা মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাব কিনা বিষয়টি নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। বিষয়টি বিশ্লেষনে সভায় জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ নেওয়া হবে।

[৪] শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ৬০ কর্মদিবসে এসএসসি এবং ৮৪ কর্মদিবসে এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো, ভুল সিদ্ধান্তে যেন পরিস্থিতি খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়