রাশিদুল ইসলাম : [২] ক্যানবেরা আইন সংশোধন করতে রাজি হওয়ায় ফেসবুক পেজে অস্ট্রেলিয়ার ইউজাররা ফের সংবাদ দেখতে পারবে। তবে এজন্যে ওয়েব প্লাটফরমগুলোকে অর্থ দিতে হবে। আরটি
[৩] অস্ট্রোলিয়ার ট্রেজারার জোশ ফ্রেইডেনবার্গ বলেন ফেসবুক অঙ্গীকার করেছে তার দেশের খবরাখবর পুনরায় ফেসবুক পেজে দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল থেকে অস্ট্রেলিয়ায় সব ধরনের নিউজ কনটেন্ট বন্ধ করে দেয় ফেইসবুক। যার ফলে ইউজাররা কোনো ধরনের সংবাদ পড়তে, শেয়ার করতে পারছেন না।
[৪] ফেসবুক এখন অস্ট্রেলিয়ার নিউজ মিডিয়াগুলোর সঙ্গে বাণিজ্যিক দরকষাকষিতে যাচ্ছে। মিডিয়া কনটেন্ট প্রচারের জন্য টেক জায়ান্টগুলোকে অর্থ প্রদানে বাধ্য করতে প্রস্তাবিত আইন পরিবর্তনে সমঝোতার পর নিউজ পেজগুলো আবার যুক্ত করতে যাচ্ছে ফেসবুক।
[৫] মিডিয়া কোড পাস হওয়ার পর ফেসবুকের সঙ্গে ক্যানবেরার দ্বন্দ্ব এক সপ্তাহের বেশি সময় স্থায়ী ছিল। প্রকাশকদের জন্য ফেইসবুক থেকে বাড়তি অর্থ আদায়ের একটি প্রস্তাবিত আইনের জেরে অস্ট্রেলিয়ান সরকারকে সতর্ক করতে এই সিদ্ধান্ত নেয় অনলাইন প্ল্যাটফর্মটি।
[৬] ফেসবুক জানায় ইতিমধ্যে অস্ট্রেলিয়ার নিউজ সাইটগুলো কয়েক বিলিয়ন বিনামূল্যে ট্রাফিক সরবরাহের সুযোগ পেয়েছে। নতুন মিডিয়া কোড অনুযায়ী এখন থেকে তাদের কিছু অর্থ পরিশোধ করতে হবে।
[৭] মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ করপোরেশনসহ আরও কয়েকটি নিউজ মিডিয়ার কনটেন্টের বিনিময়ে গুগল অর্থ পরিশোধের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই সিদ্ধান্তে তোলপাড় সৃষ্টি হয়।