শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] কুমিল্লার মেঘনায় নাজমা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানবন্ধন

এইচএম দিদার: [২] মঙ্গলবার দুপুরে উপজেলার ভাওরখোলায় নাজমা বেগমের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। এতে এলাকারবাসীর একটাই দাবি নাজমার প্রকৃত আসামিদের যেনো দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

[৩] এ বিষয়ে আওয়ামী লীগ নেতা লিটন আব্বাসী বলেন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আব্বাসীর সঙ্গে একই গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সন্ত্রাসী ফারুক আব্বাসীর ভয়ে গত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে দীর্ঘদিন এলাকায় আসতে পারেনি সিরাজ মিয়া। শুক্রবার তার বড় ভাই আব্দুস সালামের মেয়ের বিয়েতে ভাওরখোলা নিজ গ্রামে আসেন। খবর পেয়ে ফারুক আব্বাসীর লোকজন তার উপর হালা চালায়। হামলায় ঘটনাস্থলেই তার ভাই আব্দুস সালামের স্ত্রী নাজমা আক্তার নিহত হন।

[৪] ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোঠোফন নম্বর। শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে জানান এলাকাবাসী।

[৫] মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনার পর থেকে ফারুক আব্বাসির বাড়িতে অভিযান দেশীয় অস্র উদ্ধার করেছি, এলাকার পরিবেশে শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা নাজমা হত্যা মামলার এজহার নামীয় একজন আসামিকে গ্রেপ্তার করেছি।

[৬] উল্লেখ্য, গত (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওয়ারখোলা গ্রামে ফারুক আব্বাসি চেয়ারম্যান সমর্থকদের হামলায় নাজমা বেগম নিহত হন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়