শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল ছবি, ভিডিও ও অডিও প্রকাশ করলো নাসা, প্রথমবারের মতো মঙ্গলের শব্দ শুনলো পৃথিবী

লিহান লিমা: [২] মঙ্গলে প্রেরণ করা মহাকাশযান পারসিভ্যারেন্স রোভারের মঙ্গলে অবতরণের নতুন ছবি, ভিডিও ও অডিও প্রকাশ করেছে নাসা। ৩ মিনিট ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে শোনা গিয়েছে মঙ্গলের বাতাসের মৃদু ধ্বনি। গার্ডিয়ান, ডেইলি মেইল, এপি

[৩]পার্সি মঙ্গলের বায়ুমন্ডলে প্রবেশ করার ২৩০ সেকেন্ড পর থেকে শুরু হয় ভিডিও। তখন মহাকাশযানের গতি ছিল ঘণ্টায় সাড়ে ১২ হাজার মাইল। অবতরণের পূর্বের রুদ্ধশ্বাসময় চ্যালেঞ্জ গতি কমাতে ব্যবহার করা হয় ৭০ ফুট ব্যাসের প্যারাশ্যুট।

[৪] ভিডিওতে মরুভূমির মতো দেখতে উচুঁ-নিচুঁ পৃষ্ঠদেশ দেখা গিয়েছে। রয়েছে বড় বড় গহ্বর। মহাকাশযানটি ২০ মিটার দুরুত্ব থেকে মঙ্গলের কাছে এগিয়ে আসার সময় গ্রহটির পৃষ্ঠদেশ থেকে ধুলো উড়তে শুরু করে। পৃষ্ঠদেশের কাছে পৌঁছাতেই রোভারের আটটি চাকাই খুলতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রোভার মঙ্গলের বুকে অবতরণ করে।

[৫] নাসার জেট প্রপালশন ল্যাবেরোটরির ডিরেক্টর মাইকেল ওয়্যাটকিনস বলেন, ‘এই ভিডিওগুলো অসাধারণ। আমরা সবাই এই ভিডিওগুলি গত দুই দিন ধরে ক্রমাগত দেখে চলেছি।’

[৬] নামার পর মঙ্গলের চারদিকের ছবি তুলেছে পারসিভ্যারেন্সের মাথায় লাগানো ২৫ টি নেভিগেশন ক্যামেরা। শব্দ শনাক্ত করেছে দুটি মাইক্রোফোন।

[৭] পার্সি আগামী দশ বছর যাবত মঙ্গলে প্রাণের অস্তিত্ব জানতে নমুনা ও তথ্য সংগ্রহ করবে। তবে এটি আর কোনোদিন পৃথিবীতে ফিরবে না। ২০২৬ সালে পুনরায় মঙ্গলে পাঠানো হবে আরেকটি মহাকাশযান, সেটিই ২০৩০ সালে পার্সির সংগৃহীত নমুনা পৃথিবীতে নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়