শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল ছবি, ভিডিও ও অডিও প্রকাশ করলো নাসা, প্রথমবারের মতো মঙ্গলের শব্দ শুনলো পৃথিবী

লিহান লিমা: [২] মঙ্গলে প্রেরণ করা মহাকাশযান পারসিভ্যারেন্স রোভারের মঙ্গলে অবতরণের নতুন ছবি, ভিডিও ও অডিও প্রকাশ করেছে নাসা। ৩ মিনিট ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে শোনা গিয়েছে মঙ্গলের বাতাসের মৃদু ধ্বনি। গার্ডিয়ান, ডেইলি মেইল, এপি

[৩]পার্সি মঙ্গলের বায়ুমন্ডলে প্রবেশ করার ২৩০ সেকেন্ড পর থেকে শুরু হয় ভিডিও। তখন মহাকাশযানের গতি ছিল ঘণ্টায় সাড়ে ১২ হাজার মাইল। অবতরণের পূর্বের রুদ্ধশ্বাসময় চ্যালেঞ্জ গতি কমাতে ব্যবহার করা হয় ৭০ ফুট ব্যাসের প্যারাশ্যুট।

[৪] ভিডিওতে মরুভূমির মতো দেখতে উচুঁ-নিচুঁ পৃষ্ঠদেশ দেখা গিয়েছে। রয়েছে বড় বড় গহ্বর। মহাকাশযানটি ২০ মিটার দুরুত্ব থেকে মঙ্গলের কাছে এগিয়ে আসার সময় গ্রহটির পৃষ্ঠদেশ থেকে ধুলো উড়তে শুরু করে। পৃষ্ঠদেশের কাছে পৌঁছাতেই রোভারের আটটি চাকাই খুলতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রোভার মঙ্গলের বুকে অবতরণ করে।

[৫] নাসার জেট প্রপালশন ল্যাবেরোটরির ডিরেক্টর মাইকেল ওয়্যাটকিনস বলেন, ‘এই ভিডিওগুলো অসাধারণ। আমরা সবাই এই ভিডিওগুলি গত দুই দিন ধরে ক্রমাগত দেখে চলেছি।’

[৬] নামার পর মঙ্গলের চারদিকের ছবি তুলেছে পারসিভ্যারেন্সের মাথায় লাগানো ২৫ টি নেভিগেশন ক্যামেরা। শব্দ শনাক্ত করেছে দুটি মাইক্রোফোন।

[৭] পার্সি আগামী দশ বছর যাবত মঙ্গলে প্রাণের অস্তিত্ব জানতে নমুনা ও তথ্য সংগ্রহ করবে। তবে এটি আর কোনোদিন পৃথিবীতে ফিরবে না। ২০২৬ সালে পুনরায় মঙ্গলে পাঠানো হবে আরেকটি মহাকাশযান, সেটিই ২০৩০ সালে পার্সির সংগৃহীত নমুনা পৃথিবীতে নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়