শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চশমা পরলে করোনা সংক্রমণের আশঙ্কা তিন গুণ কমে, দাবি গবেষণা রিপোর্টে

ডেস্ক রিপোর্ট : প্রায় এক বছর ধরে সারা বিশ্বকেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন ইতিমধ্যেই বেরিয়েছে। টিকাদানের প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে এখনও অনেকটাই সময় লাগবে। এরইমধ্যে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উঠে আসছে বিভিন্ন তথ্য। নতুন একটি গবেষণা অনুসারে, যাঁরা চশমা পরেন, তাঁদের এই ভাইরাস সংক্রমণের আশঙ্কা তিন গুণ কম।

 

বিজ্ঞানীদের দাবি, চশণা থেকে যে সুরক্ষা পাওয়া যায়, তা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে 'পরিসংখ্যানগতভাব তাৎপর্যপূর্ণ'।

 

ভারতে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা দাবি করেছেন, দরিদ্র ও নিরক্ষরদের ভাইরাস সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। গবেষণায় বলা হয়েছে, এর কারণ ওই শ্রেণীর মানুষরা প্রতিরোধমূলক নির্দেশিকা সঠিকভাবে পালন করেন না। আর শিক্ষিতদের তুলনায় তাঁদের চশমা পরার অভ্যেসও কম।

 

গবেষণায় উঠে আসা তথ্যের রূপরেখা জানিয়ে অমিত কুমার সাক্সেনা বলেছেন, যাঁরা চশমা পরেন না, তাঁদের তুলনায় যাঁরা চশমা পরেন, তাঁদের সংক্রমণের আশঙ্কা দুই থেকে তিন গুণ কম। সারা দিনের একটা বড় সময় পরে থাকলে চশমার যে সুরক্ষামূলক ভূমিকা 'পরিসংখ্যাণগত দিক থেকে তাৎপর্যপূর্ণ'। চোখে হাত দেওয়া বা চোখ কচলানো সংক্রমণের একটা বড় কারণ।

গবেষকরা বলেছেন, লোকজন সারা দিনে নিজের মুখ গড়ে ২৩ বার স্পর্শ করেন। আর চোখে প্রতি ঘণ্টায় গড়ে তিন বার হাত দেন।
রিপোর্টে বলা হয়েছে, মুখ, নাক, চোখে স্পর্শের মাধ্যমে করোনার সংক্রমণ ঘটে থাকে। মাস্ক পরে থাকলে হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ করা অনেকটাই কমে যায়। কিন্তু মাস্ক পরলে তা চোখকে আড়াল করতে পারে না।

৩০৪ জন কোভিড আক্রান্তকে নিয়ে এই গবেষণা চালানো হয়। এক্ষেত্রে প্রশ্ন তালিকার মাধ্যমে তাঁদের চশমা ব্যবহারের ধরন নিয়ে পর্যালোচনা করা হয়। আর এই পর্যালোচনার সঙ্গে সাধারণদের ওপর গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, সংক্রমণের ঝুঁকির কারণে স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ থেকে তাঁদের চোখ সুরক্ষিত রাখতে ফেসশিল্ড ও গগলস পরা দরকার। এক্ষেত্রে গগলস যে সুরক্ষা দেয়, তা চশমা দিতে পারে না বলে জানিয়েও বিজ্ঞানীরা বলেছেন, চশমা পরলেও বেশ কিছুটা সুরক্ষা মেলে।
সূত্র- এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়