শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৫ বছর বয়সেও নাৎসি যুদ্ধাপরাধীকে জার্মানিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সুমাইয়া ঐশী: [২] অভিযুক্ত সাবেক কনসেন্ট্রেশন ক্যাম্প গার্ডের দাবি, তিনি যুদ্ধাপরাধ করেননি।

[৩] যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের বাসিন্দা ফ্রিডরিচ কার্ল বার্গারের প্রত্যার্পণের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখেন মার্কিন আদালত। সেখানে অভিযোগ প্রমাণিত হলে তাকে জার্মানিতে ফেরত পাঠানো হয়। সিএনএন

[৪] বার্গারের বিরুদ্ধে অভিযোগ ছিলো, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি বাহিনীর ন্যুয়েনগ্যামের একটি বন্দী শিবিরে আর্মডগার্ড হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, সেখানকার বন্দীদের পালিয়ে যওয়া রোধ করতেন তিনি। এমনকি বার্গার ঐ ক্যাম্প থেকে বদলির আবেদনও করেননি।

[৫] ২০২০ সালে বিচার শুরু হলে, বার্গার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছিলেন, এই অভিযোগের ভিত্তি সম্পূর্ণ মিথ্যা। ঐসময় আমার বয়স ছিলো ১৯ বছর। আমি খুব কম সময়ের জন্য ঐ ক্যাম্পে কাজ করেছিলাম। তবে আমি কোনো অস্ত্র বহন করতে রাজি ছিলাম না।

[৬] ভারপ্রাপ্ত ঋ্যাটর্নি জেনারেল মন্টি উইলকিনসন বলেন, চলতি বছর ন্যুয়েমবার্গে নাৎসি বাহিনীকে দোষী সাব্যস্তের ৭৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। বার্গারের এই ঘটনাই প্রমাণ করে, কয়েক দশক পার হলেও নাৎসি অপরাধের ভুক্তভোগীদের ন্যায় বিচচারের পথে কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়