শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাগাছের তৈরি শহীদ মিনারে ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধায় পবিত্র কোরআন খতম

ডেস্ক রিপোর্ট: মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় নিজ হাতে কলাগাছের তৈরী শহীদ মিনারে শুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গ্রামের অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থী ও স্থানীয়রা। সময়ের কণ্ঠস্বর

রবিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর থেকে কলাগাছের তৈরী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সরেজমিনে দেখা যায়, গ্রামের শিশু শিক্ষার্থীরা কয়েকদিন আগে থেকেই কাগজ, ফুল ও কলাগাছ দিয়ে তৈরী করে শহীদ মিনার। আর এতেই তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনারের বুকে রঙিন কালিতে লেখা আছে ‘অ, আ, ক, খ। ২১ ফেব্রুয়ারি আমি কি ভুলাতে পারি, ২১আমার অহঙ্কার’। বেদীতে বিছিয়ে দেওয়া হয়েছে রঙিন কাগজের মালা আর গুচ্ছ গুচ্ছ ফুল। স্থানটি মুড়িয়ে দেওয়া হয়েছে রঙ-বেরঙয়ের কাগজে। নিজ হাতে তৈরি করা কলাগাছের শহীদ মিনারেই একে একে প্রবেশ করে শ্রদ্ধা জানাতে দেখা যায় শিশু-কিশোরদের।

শিশু ও কিশোরা জানায়, আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় আমরা মা-বাবার কাছ থেকে ১০ টাকা চেয়ে নিয়ে বাঁশ, সূতো, আঠা, রঙিন কাগজসহ আনুসাঙ্গিক জিনিসপত্র কিনে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করি। সেই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

২১ ফেব্রুয়ারি সকালে দেখা যায়, শিশু-কিশোররা ফুল হাতে লাইন ধরে শহীদ মিনারের দিকে এগুচ্ছে। একে একে তারা বেদীতে ফুল দিয়ে আবার লাইন ধরে বেরিয়ে যাচ্ছে।

এদিকে জেলার রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। পরে রোববার ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, শহরের মধ্যে স্কুলগুলোতে শহীদ মিনার থাকলেও গ্রামীণ জনপদের অনেক স্কুলেই শহীদ মিনার নেই। যেসব স্কুৃলে শহীদ মিনার নেই সেসব স্কুলে শহীদ মিনার স্থাপন করার জন্য তালিকা তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা করা হবে।

ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান, প্রত্যন্ত এলাকার অনেক মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। জেলার মাদ্রাসা গুলোতেও নেই কোন শহীদ মিনার। শহীদ মিনার স্থাপনের নতুন নির্দেশনা এসেছে। বরাদ্দ হলেই শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়