সুজন কৈরী: রাজধানীর শ্যাপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক করা হয়েছে এক দম্পতি ও তাদের এক সহযোগীকে।
শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) মতিঝিল সার্কেল। আটকরা হলেন- মিজানুর রহমান (৪৫), তার স্ত্রী শেফালী বেগম ও তাদের সহযোগী রুবেল মিয়া (৩২)।
ডিএনসির মতিঝিল সার্কেলের পরিদর্শক সুমনুর রহমান বলেন, ইয়াবা কেনা বেচার গোপন তথ্যে অভিযান চালিয়ে তাদে আটক করা হয়। মিজানুরের বিরুদ্ধে প্রকৃত বাড়ি ফতুল্লার পঞ্চবটিতে। কিন্তু বর্তমানে স্ত্রীর সঙ্গে দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় থাকেন। মিজানুর একসময় দুবাই প্রবাসী ছিলেন। সেখান থেকে আসার পর প্রথমে মাদক সেবন শুরু করেন। এক পর্যায়ে নিজেই স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা শুরু করেন। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে ৭ থেকে ৮টি মাদক মামলা রয়েছে।
ডিএনসি কর্মকর্তা সুমনুর আরও জানান, জিজ্ঞাসাবাদে রুবেলের কাছ থেকে জানা গেছে, তিনি মিজানুর ও শেফালীর সহযোগী হিসেবে কাজ করেন। রুবেলের গ্রামের বাড়ি বরগুনায়। কিন্তু ঢাকায় ছোট থেকে বড় হয়েছেন। তার এক সময় ৪ থেকে ৫টি পিকআপ ছিল। তার আয় দিয়েই সংসার চলতো। কিন্তু এক পর্যায়ে স্ত্রী রুবেলকে ছেড়ে খালাতে ভাইকে বিয়ে করেন। এরপর তিনি মাদক সেবন শুরু করেন। এক পর্যায়ে জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। মিজানুরের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন রুবেল। তার নামে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন থাকায় মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিএনসি’র ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের উপ পরিচালক মানজুরুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্যামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।