শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইলে বাংলায় বার্তা পাঠানোর খরচ কমে অর্ধেক, আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা: মোস্তফা জব্বার

শরীফ শাওন: [২] প্রতিটি এসএসএস এর জন্য গ্রাহকতে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হয়। বাংলা অক্ষরে লিখে পাঠালে তা ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হবে।

[৩] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের উদ্যোগে গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা এ সুবিধা শনিবার থেকেই ভোগ করছেন। রবি ১৫ মার্চ ও বাংলা লিংকের গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন।

[৪] শনিবার বিটিআরসি মিলনায়তনে তিনি বলেন, বাংলাভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছে। । সার্বজনীন বোধগম্য ভাষায় মোবাইল এসএমএস একটি কার্যকরী যোগাযোগ ব্যবস্থা। মোবাইল অপারেটররা গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর অঙ্গীকার জানিয়েছেন। শুধু শিক্ষিত শ্রেণি নয় মোবাইল ব্যবহার করে বিষয়টি এমন নয়। দেশের মোট জনসংখ্যার চেয়ে অধিক মোবাইল সংযোগ রয়েছে।

[৫] মোস্তফা জব্বার বলেন, বিশ্বের ৩৫ কোটি মানুষের ভাষা বাংলা, যা পৃথিবীর চতুর্থতম মাতৃভাষা। এমন কোন দেশ নেই, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ নেই।

[৬] তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে বাংলাকে রাষ্টভাষা করার দাবি জানিয়েছে হলহ্যাড, পরবর্তীতে ১৯১৮ সালে একই দাবি জানিয়েছে ড. মোহাম্মদ শহীদুল্লাহ। তবে জাতির পিতা রাষ্ট্রভাষাসহ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়