আসিফুজ্জামান পৃথিল, সুমাইয়া ঐশী: [৩] শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এ ঘটনা ঘটে। ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভকারীরা শহরের একটি শিপইয়ার্ডে জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালায়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে মারা যান ঐ দুই বিক্ষোভকারী। সিএনএন, দ্য গার্ডিয়ান
[৪] এর আগে গত শুক্রবার সেনাবাহিনীর গুলিতে মিয়া থুয়াতে থুয়াতে খাইং নামের এক তরুণীর মৃত্যু হয়। এর প্রতিবাদে ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। শনিবার সকালে আয়োজিত একটি স্মরণসভায় ফুল দিয়ে মিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেন তারা। বিক্ষোভ মিছিলে তার ছবি বহন করা হয়। মিয়াকে শহীদ আখ্যা দিয়ে তার জন্য ন্যায় বিচারের দাবি নিয়েই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভ্যুত্থান বিরোধীরা। সেই মিছিলে ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো।
[৫] শুক্রবার ষষ্ঠ রাতের মতো মিয়ানমারে ইন্টারনেট বন্ধ রাখা হয়। ইন্টারনেট পর্যবেক্ষক নেটব্লকস বলছে, দেশটিতে উইকিপিডিয়া বন্ধ করে রাখা হয়েছে। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বেশকিছু ওয়েবসাইটেও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ইরাবতি
[৬] বিক্ষোভকারীদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেলের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে। ব্রিটেন, কানাডা এবং নিউজিল্যান্ডও মিয়ানমারের ওপর ভ্রমণসহ বেশকিছু ক্ষেত্রে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা জারী করেছে।