ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলার মহেশপুর সীমান্ত থেকে তাদের আটক করেছে বিজিবি।
[৩] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
[৪] এছাড়া শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
[৫] ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
[৬] অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ ৩ জন, শ্যামকুড় সীমান্তের একাশিপাড়া থেকে নারী ও শিশুসহ ১২ জন এবং একই এলাকা থেকে সুরমা বিশ্বাস (৭০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে।