শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের বিল পরিশোধ না করতে পারায় অসহায় বাবার ফোন

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার একটি হাসপাতালের অতিরিক্ত বিল পরিশোধ না করতে পারায় সদ্যজাত সন্তান ও স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ছাড়পত্র দেয়নি কর্তৃপক্ষ। পরে আর কোনো উপায় না পেয়ে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে উদ্ধার করতে আশিক (২৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বিকাল সাড়ে চারটায় আশিক নামে একজন কলার ঢাকার উত্তরার ৮ নম্বর সেক্টরের ইউনিক হাসপাতাল থেকে ফোন করে জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। মঙ্গলবার তার গর্ভবতী স্ত্রীকে তিনি হাসপাতালে ভর্তি করেছেন। সেদিন বিকেলে তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হয় এবং একটি কন্যা সন্তান জন্ম হয়। পরে বুধবার বিকালে স্ত্রী-সন্তানকে বাসায় নিতে চাইলে তাকে ১৮ হাজার টাকা বিল পরিশোধ করতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্ত্রী ও সন্তানকে একদিন হাসপাতালে রেখে এবং নর্মাল ডেলিভারির জন্য এত টাকা বিল কেন এল, তার কারণ কর্তৃপক্ষের কাছে জানতে চান। এছাড়া তিনি এত টাকা দিতে অসম্মতি জানান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায়, বিল পরিশোধ না করলে তিনি তার স্ত্রী-সন্তানকে নিয়ে যেতে পারবেন না। শেষে তিনি কোনো উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন দেন।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে উত্তরা পূর্ব থানার সহকারী পরিদর্শক ফারুক আহমেদ ৯৯৯-কে ফোনে জানান, তিনি সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কলার রিকশাচালক আশিকের আর্থিক অবস্থা বিবেচনায় ন্যুনতম বিল নেওয়ার অনুরোধ জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ হাজার ৫০০ টাকা বিল নিয়ে কলার এবং তার স্ত্রী সন্তানকে ছাড়পত্র দেয়। ঢাকাপোষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়