শিরোনাম
◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন শেখ হাসিনা : এমপি মুকুল

মোঃ মামুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনার ভাঙ্গন কবলিত একটি জনপদ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন-জনিত কারণে দুর্ভোগের মুখে রয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন।

দৌলতখান উপজেলার ভবানীপুর লঞ্চঘাট থেকে চরপাতা কাজী বাড়ি ৫২২ কোটি টাকার সিসি ব্লক দ্বারা নদী ভাঙ্গন রোধ প্রকল্প অনুমোদন হওয়ায় বৃহস্পতিবার রাধাবল্লভ এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এমপি মুকুল আরও বলেন, দৌলতখান উপজেলার ভবানীপুর থেকে রাধাবল্লভ হয়ে চরপাতা কাজী বাড়ির সীমানায় মেঘনার ভয়াবহ ভাঙন রোধে ৫২২ কোটি টাকার সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষন প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন হয়। ভাঙ্গন কবলিত অন্যান্য এলাকাতেও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবীনবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগ সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকে।

এদিকে ভাঙন কবলিত এলাকার কবির জানান, মেঘনার ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। বাধ্য হয়ে ঘরবাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছেন তিনি। তার মতন এমন অনেক পরিবার রয়েছে। এ অবস্থায় প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলী আজম মুকুলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। এরআগে আওয়ামীলীগ নেতাকর্মীরা এমপি মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়