হবিবুর রহমান:[২] নেত্রকোনার পূর্বধলা থানার পশ্চিমে পাশে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ২টি দোকানে
অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
[৩]স্থানীয়রা জানান, আনুমানিক রাত দেড়টার দিকে আগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘর মালিক মো. মোস্তফা (৩০) এর অটো হাউজের তিনটি অটো ও অন্যান্য মালামাল এবং মো. নজরুল ইসলাম (৫০) এর ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্যসহ এবং হাফ বিল্ডং ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
[৪]ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিকের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন। সম্পাদনা:অনন্যা আফরিন