নূর মোহাম্মদ : [২] বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৭৪ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
[৩] জাতীয়প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশস্থলে হামলা- সংঘর্ষের ঘটনায় দুই থানায় দায়ের হওয়া তিন মামলায় তাদের আগাম জামিন মঞ্জুর করা হয়। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুলগণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টবেঞ্চ তাদের আগামী ২১ মার্চ পর্যন্ত জামিন দেন। এসময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণকরতে হবে।
[৪] এদিকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ ৭০ জন নেতাকর্মীকে জেলার চারঘাট, বাঘা, পুটিয়া ও নওহাটায় নির্বাচনী সহিংসতার অভিযোগে পৃথক তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
[৫] বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে হাজির হয়ে এসব বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।